v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-19 15:23:21    
অলিম্পিকের প্রতিষ্ঠাতা বা জনক কে ?

cri
    প্রশ্নকর্তাঃবাংলাদেশের মেহেরপুর জেলার নওদাপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফা প্রশ্ন করেছেন ।

    উত্তরঃ অলিম্পিক গেম্স প্রাচীন গ্রীসে শুরু হয়, গ্রীসের ওলিম্পিয়ায় তার প্রথম আয়োজন । তাই এর নাম হয় অলিম্পিক গেম্স ।আধুনিক ওলিম্পিকের ইতিহাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৮৯৪ সালের ২৩শে জুন জন্মগ্রহণ করে । ১৮৯৬ সালের এপ্রিল মাসে, গ্রীসের রাজধানী এথেন্যে প্রথম অলিম্পিক গেম্স আয়োজিত হয় । অলিম্পিক গেম্সের সনদ অনুযায়ী, চার বছরে একবার এই মহাক্রীড়া আয়োজিত হয় ।

    বর্তমানে অলিম্পিক কমিটির সভাপতি কে ?

    উত্তরঃবর্তমানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হচ্ছেন বেলজিয়ামের জ্যাক্স রোগ । তিনি ১৯৪২ সালের ২রা মে জন্মগ্রহণ করেন । তিনি ১৯৬৮,১৯৭২ আর ১৯৭৬ সালে অনুষ্ঠিত গ্রীষ্মকালের অলিম্পিক গেম্সে অংশগ্রহণ করেছেন এবং নৌকা বাইচ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন । তারপর তিনি বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়ে চিকিত্সা বিজ্ঞান অধ্যয়ন করেন ,এবং একজন প্লাস্টিক সার্জনে পরিণত হন । ১৯৯০ সালে তিনি ইউরোপীয় অলিম্পিক কমিটির চেয়ারম্যান হন ,২০০১ সালের জুলাই মাসে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান হন । তিনি একজন বহুভাষাবিদ ।

    ওলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে ? এই পতাকা কখন, কোথায় প্রথম ব্যবহৃত হয় ?

    উত্তরঃঅলিম্পিক গেম্সের পতাকা ১৯১৩ সালে ফ্রান্সের কৌবের্টিনের চিন্তা অনুযায়ী ডিজাইন করা হয়েছে । এর প্রধান রং সাদা, মধ্যখানে পাঁচটি পরস্পর জড়াজড়ি করে থাকা বৃত্তআছে, এগুলোর রং বাম থেকে নীল , হলুদ, কালো, সবুজ ও লাল অর্থাত্ পাঁচটি মহাদশের চিহ্ন । প্রত্যেকবারের ওলিম্পিক গেমস আয়োজক শহরের পঞ্চ-বৃত্তের পতাকা হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয় । গত ওলিম্পিক গেমসের স্বাগতিক দেশের প্রতিনিধি এই পতাকা পরবর্তী অলিম্পিক গেমস আয়োজক শহরের মেয়রকে দেন ।