প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি মোঃ জুয়েল আহমেদ মল্লিক
উত্তরঃ চীনের রাষ্ট্রীয় পরিষদ অর্থাত্ চীনের কেন্দ্রীয় গণ সরকার হচ্ছে চীনের সর্বোচ্চ জাতীয় প্রশাসনিক সংস্থা। রাষ্ট্রীয় পরিষদ প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় কাউন্সিলার, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভিন্ন কমিশনের মহা-পরিচালক , মহা-নিরীক্ষক এবং মহাসচিবদের নিয়ে গঠিত। বর্তমান প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও রাষ্ট্রীয় পরিষদের প্রধান।
এখন চীনের রাষ্ট্রীয় পরিষদে মোট ২৮টি মন্ত্রণালয় বা সম-পর্যায়ের সংস্থা আছে। সেগুলো হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন এবং সংস্কার কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প কমিশন, জাতীতত্ত্ব বিষয়ক কমিশন, গণ-নিরাপত্তা মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়, তত্ত্বাবধান মন্ত্রণালয়, গণ কল্যাণ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পার্সেনেল মন্ত্রণালয়, শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, ভূ-সম্পদ মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, তথ্য শিল্প মন্ত্রণালয়, জলসেচ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় জনসংখ্যা এবং পরিবার পরিকল্পনা কমিশন, চীনের গণ ব্যাংক , নিরীক্ষা মহা-অধিদপ্তর ইত্যাদি।
|