প্রশ্নকর্তাঃবাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ নেশামুক্ত বেতার শ্রোতা সংঘের সাঃ সম্পাদক এস এম শাহীন
উত্তরঃ সর্বোচ্চ গণ আদালত হচ্ছে চীনের সর্বোচ্চ বিচার সংস্থা, তার বিচারের পূর্ণ স্বাধীনতা আছে, এবং তা হচ্ছে স্থানীয় বিভিন্ন শ্রেণীর গণ-আদালত ও বিশেষ গণ আদালতের বিচার কাজের সর্বোচ্চ তত্ত্বাবধায়ক সংস্থা। চীনের সর্বোচ্চ গণ আদালতের বর্তমান মহাপরিচালক হচ্ছে শিও ইয়াং।
চীনের গণ আদালত চার শ্রেণীতেবিভক্ত, অর্থাত্ প্রাথমিক , মাধ্যমিক , উচ্চ এবং সর্বোচ্চ গণ আদালত। তা ছাড়া, আরো আছে সামরিক, নৌ বিষয়ক, রেল পরিবহন, জলপথ পরিবহন, বন প্রভৃতি ক্ষেত্রের বিশেষ গণ আদালত আছে।
২০০৪ সালে চীনের সর্বোচ্চ গণ আদালত মোট ২৯২৩টি মামলা নিষ্পত্তি করেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণীর গণ আদালত সর্বোচ্চ গণ আদালতের তত্ত্বাবধান এবং নির্দেশে মোট ৭৮ লক্ষ ৭৩ হাজার ৭৪৫টি মামলা বিচার করেছে।
|