v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-22 19:40:26    
লিয়াং চু

cri
    সংগীত সাগর অনুষ্ঠানে অনেক বিষয়-বৈচিত্র আছে । এ অনুষ্ঠানে আমরা জানবো অনেক সংশ্লিষ্ট ঘটনা এবং নিজেদের মনের কথাও বলতে পারি । আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সংগে সংগীত সম্বন্ধে আলোচনা করতে চাই ।সংগীত হচ্ছে একটি খুবই বিমূর্ত ধারণা । আসলে সংগীতের অর্থ কি ? হয়তো কেউই স্পষ্টভাবে বলতে পারেন না । কিন্তু মানুষের জীবনে সংগীতের প্রভাব খুবই স্পষ্ট। সংগীত হচ্ছে একটি পবিত্রত্তম ভাষা ।যার ব্যাকরণ জানা প্রয়োজনীয় নয় । সংগীত সেতুর মতো। মানুষের সংগে মানুষ সংগীত দিয়ে যোগাযোগ করতে পারেন । সাংগীতিক যোগাযোগের পথে কোনো বাধা নেই । আপনি বিদেশী ভাষা না বুঝলেও আপনি বিদেশী সংগীত অনুভব করতে পারবেন । সংগীত মানুষের সুখ-দুঃখ , আনন্দ, বিষাদ ইত্যাদি সবকিছুই হৃদয়গ্রাহী করে প্রকাশ করতে পারে । সংগীত হচ্ছে সুন্দরতম বিষয় । সংগীতের শক্তি খুবই তীত্র। আমরা মনযোগ দিয়ে উপলব্ধি করলে সংগীতের মর্ম উদ্ধার করতে পারি । একদিন আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাত্ আমি একটি সংগীত শুনতে পেলাম।তারপর আমি সেই স্থানে দাঁড়িয়ে নীরবে তা উপভোগ করছিলাম । হঠাত আমি সবিস্ময়ে আবিষ্কার করেছিলাম যে রাস্তায় বেশির ভাগ লোক আমার সংগে একইভাবে নিজ স্থানে দাঁড়িয়ে সংগীত উপভোগ করছিলেন ।আমি মনে করি সেটা হচ্ছে সংগীতের শক্তি । সেটা হচ্ছে হৃদয়ানুভূতির শক্তি । সেই সংগীতের নাম হচ্ছে (লিয়াং চু )। চীনে খুব বিখ্যাত ।(লিয়াং চু) নামক সংগীত লোককাহিনীর ভিত্তিতে রচিত।এ লোককাহিনীতে যুবক-যুবতীর মধ্যে ঘটিত খুব করুণ প্রেমেরগল্প বর্ণনা করা হয়েছে ।লিয়াং সেন বো এবং চু ইং থেই পরস্পরকে খুব ভালবাসেন ।কিন্তু চু ইংথেইয়ের বাবা তাদের বিয়ের বিরোধীতা করেছেন । তাঁরা বিয়ে করতে পারবেন না । অবশেষে দুজন মারা গেছেন । মারার পর, তাঁরা দুটি প্রজাপতিতে পরিণত করেছেন । এ লোককাহিনী যুবক-যুবতীর দারুণ বিশ্যাস, আনুগত্য ও অবিচলিত প্রেম প্রদর্শন এবং প্রশংসা করেছে । (লিয়াং চু)নামক সংগীতের সংগীত শৈলী লিয়াং সেন বো এবং চু ইং থেইয়ের প্রেম বর্ণনা করেছে ।

    কেমন ? বলা যায় ,(লিয়াং চু)নামক এই সংগীত হচ্ছে চীনের ঐতিহ্যবাহী ঐকতানসংগীত । এই পৃথিবীতে প্রায় সবই সংগীত পছন্দ করেন । আধুনিক সংগীত , চিরায়ত সংগীত বা লোকসংগীত ,সবগুলো সুন্দর । সংগীত আমাদের বন্ধু । মাঝে মাঝে আমি কোম্পিউটারের সামনে বসে বসে কিছু বিষয় লিখতে চাই । কিন্তু কোনো কারণে আমি কিছুই লিখতে পারি না ।তখন আমি সংগীত শুনতে শুরু করি । মধুর সংগীত আমার কক্ষ ভরিয়ে দেয়। সংগীতের পরিবেশে আস্তে আস্তে আমার মন শান্ত হয়। মাথায় অনেক সুন্দর সুন্দর চিন্তা আছে । আমার হৃদয়ানুভূতি কোমল হয় । মনে পূর্ণ হয় জীবনের প্রশংসায় ।

    প্রিয় বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই সংগীত পছন্দ করেন । কারণ সেটা হচ্ছে ললিত শিল্প, মানুষের দ্বিতীয় ও অভিন্ন ভাষা এবং একটি মহা শক্তি । সময় থাকলে বেশি সংগীত শুনবেন । আপনি আবিষ্কার করবেন যে এ পৃথিবীতে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস আছে । দয়ালু মন নিয়ে হাসিখুশিভাবে প্রত্যেক দিন কাটাবেন । সংগীত থাকলে আমাদের ধারণা বৈচিত্র্যময় হবে ।