প্রশ্নকর্তাঃ বাংলাদেশের জামালপুর জেলার মেলান্দহের খাশিমারা গ্রামের দি মডার্ণ লিসনার্স ক্লাবের মোঃ আবুল হোসেন হৃদয় ।
উত্তরঃ চীনের কমিউনিস্ট পার্টি হচ্ছে চীনের ক্ষমতাসীন পার্টি, এবং চীনের বৃহত্তম রাজনৈতিক পার্টি। ১৯২১ সালের জুলাই মাসে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, বর্তমানে এই পার্টির সদস্য প্রায় ৬ কোটি ৭০ লক্ষ। ১৯২১ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণ কঠোর সংগ্রাম করে সাম্রাজ্যবাদ, সামন্ততন্ত্র এবং আমলাতান্ত্রিক পূঁজিবাদের শাসন উত্খাত করে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্র প্রতিষ্ঠার পর চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সারা দেশের বিভিন্ন জাতির জনগণ দেশের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করেছেন, সাফল্যের সঙ্গে চীনের সমাজ নতুন গণতন্ত্র থেকে সমাজতন্ত্রে রূপান্তর করেছে, এবং পরিকল্পনা অনুযায়ী বিরাটাকারের সমাজতান্ত্রিক গঠনকাজ চালিয়ে চীনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্রতে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সংস্থায় অন্তর্ভূক্ত আছে পার্টির জাতীয় কংগ্রেস, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় পলিট ব্যুরো, কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটি, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী, কেন্দ্রীয় সামরিক কমিশন এবং কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটি । পার্টির জাতীয় কংগ্রেস প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটি হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ক্ষমতা সংস্থা।
২০০২ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির ষোড়শতম জাতীয় কংগ্রেসের অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিটি নির্বাচিত হয়েছে, সুষ্ঠুভাবে পার্টির নেতৃমন্ডলীর স্থালাভিষিক্ত হয়েছে। তাতে হু চিন থাও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। হু চিন থাও, উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, জেন ছিং হোং, হুয়াং জুই, উ কুও চেন, লি চাং ছুন এবং রু গানকে কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্ট্যান্ডিংকমিটির সদস্য নির্বাচন করা হয়েছে।
|