প্রশ্নকর্তাঃবাংলাদেশের কুমিল্লা জেলার লাকসামের পশ্চিমগাঁওয়ের পেয়ার আহমেদ ভূইয়া , সিলেট জেলার জুদিষ্টিপুর গ্রামের সৈয়দ আহমেদ আলী , নারায়নগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কান্দাপাড়ার মা রেডিও এসোশিয়েশনের প্রেসিডেন্ট মোঃ ইউসুফ রায়হান , ময়মনসিংহ জেলার নান্দাইল রোড বাজারের মোহাম্মদ জুলহাস আলাদা আলাদাভাবে প্রশ্ন করেছেন ।
উত্তরঃ ইসলাম ধর্ম সপ্তমশতাব্দীতে চীনে প্রবেশ করেছে। এখন পর্যন্ত এর ইতিহাস প্রায় ১৩০০ বছর হয়েছে। বর্তমানে চীনের মুসলমানদের সংখ্যা ২ কোটিরও বেশী। চীনের হুই, উইগুর, তাতার, কিরগিজ, কাজাখ,উজবেক, তুং সিয়াং, সা লার, বাও আন প্রভৃতি সংখ্যালঘু জাতির অধিকাংশ লোক ইসলাম ধর্মের বিশ্বাসী। চীনের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন শহরে মুসলমান আছেন, যেমন শাংহাই, থিয়ান চিন, শেন ইয়াং, বেইজিং, খুয়েন মিং প্রভৃতি সবমহা নগরেই মুসলমান আছেন । তবে সিন চিয়াং, নিং সিয়া, ইউন্নান প্রভৃতি অঞ্চলে মুসলমানের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। গোটা দিক থেকে বলা যায় যে, পশ্চিম চীন হচ্ছে মুসলমানদের প্রধান বসবাসের এলাকা।
|