প্রশ্নকর্তাঃবাংলাদেশের খুলনা জেলার আলকা গ্রামের ফ্রেন্ড রেডিও ফ্যান ক্লাবের বন্ধু আলামেন মোল্লাহ, চুয়াডাঙ্গা জেলার এম,এস,জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম এবং চাপাইনাবাবগঞ্জ জেলার ইসলামপুর গ্রামের দেবব্রত কুমার সাহা প্রশ্ন করেছেন ।
উত্তরঃ বিংশ শতাব্দীর প্রযুক্তির উন্নয়নের সংগে সংগে নবেল পুরস্কারের বয়স ১০০ বছর হয়েছে । এ পর্যন্ত মোট ৭ জন চীনা প্রবাসী নবেল পুরস্কার পেয়েছেন ।তাঁরা হচ্ছেন ইয়াং জেন নিং , তিনি চীনাজাত মার্কিন নাগরিক,১৯২২ সালের ২২শে আগষ্ট তাঁর জন্ম হন । ১৯৫৭ সালে তিনি লি জেন তাওয়ের সংগে পদার্থবিদ্যা বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন । তাঁরা হচ্ছেন নোবেলপুরস্কার বিজয়ী প্রথম চীনা। অধ্যাপক ডিং জাও জোংও চীনাজাত মার্কিন নাগরিক ,১৯৭৬ সালে, নোবেল পদার্থবিদ্যা বিষয়ে পুরস্কার পেয়েছেন । লি ইয়ান জে ১৯৮৬ সালে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন । জু ডি ওয়েন ১৯৯৭ সালে, পদার্থবিদ্যা বিষয়ে নোবেলপুরস্কার পেয়েছেন । ছুই ছি ১৯৯৮ সালে, পদার্থবিদ্যা বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন । ২০০০ সালে, চীনাজাত ফরিসী নাগরিক কাও শিং চিয়েন সাহিত্য বিষয়ে নোবেলপুরস্কার পেয়েছেন । সেবারই চীনা ভাষার সাহিত্য প্রথমবার বিশ্ব পুরস্কার পেয়েছে ।
|