|
প্রেম হচ্ছে একটি স্থায়ী বিষয়বস্তু , উপন্যাসে প্রেমের গল্প আছে , আছে ছায়াছবিতেও । তাই ,যেখানে মানুষ আছে , সেখানে প্রেম আছে।
আমি বিশ্বাস করি , প্রেমের সম্পর্কেপ্রত্যেকেরই নিজস্ব ধারণা আছে , তাই তাড়াতাড়ী বলে ফেলুন । এই অনুষ্ঠান আপনাদের জন্যে একটি নিজস্ব ধারণা প্রকাশ করার মঞ্চ সরবরাহ করবে।
আজকের বিষয়বস্তু শুরু করার আগে আপনাদের চীনের শিল্পী চিন হাই সিনের গাওয়া ভালোবাসার সংগে সম্পর্কিত নামে একটি গান উপহার দেবো ।
গানের কথা হলো:
আমি জানি না , এখন তোমার মন ভালোনা খারাপ ,
আমি শুধু জানি , বেদনা হোক ,আনন্দ হোক ,
সকল কিছুই ভালোবাসার সংগে সম্পর্কিত ,
আমি অনুশোচনা করবো না ।
কারণ , প্রেমের পৃথিবীতে , মিলন হোক বা বিরহ হোক ,
অসংখ্য ফুল ভরপুর হয়েছে ।
আজ আমি আপনাদের একতরফা প্রেম সম্পর্কে কিছু বলছি । গত সপ্তাহের অনুষ্ঠানে , আমাদের এই মাসের সংগীতের সাগের অনুষ্ঠানের বিষয়বস্তু বলার পর , আমি আপনাদের ধারণা জানতে পারি নি। তাই অনুষ্ঠানে আমি শুধু আমার আর আমার কিছু বন্ধুর ধারণা বলবো । আশা করি , আরো বেশী বন্ধু আমাদের অনুষ্ঠানে যোগদেবেন ।
আচ্ছা , একতরফা প্রেম সম্পর্কে অনেকেই মনে করেন , এই প্রক্রিয়া খুবই দু:খের । কারণ , নিজ্বেই এককভাবে প্রেম বিলিয়ে যায় , তবে কোনোসাড়া বা প্রতিদান পায় না , তাই এর প্রক্রিয়া খুবই কষ্টের। কিন্তু অন্য অনেকেই মনে করেন , যদি কারো মন প্রেমে ভরপুর , তাহলে তিনি হলেন একজন সুখী লোক । আমি এই অসাধারণ ধারণার সাথে একমত । আর আপনারা ? কারণ , আমি মনে করি , যে লোকের মন প্রেমে ভরপুর , তার চোখে সবকিছুই সুন্দর। তাই , তিনি সুখী মানুষ । কিন্তু একদিন তিনি প্রেম থেকে দূরে থাকলে , তিনি মনে করেন , তা কষ্টকর। কিন্তুএর অভিজ্ঞতা আমার নেই , তাই আমিও জানি না , আর আমার ধারণাও হয়তোঠিক হবে না ? আপানারাও ইমেইলের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা আমাদের বলবেন । এখন সকল একতরফা প্রেমিক বন্ধুদের একটি সুন্দর গান উপহার দেবো । তা হচ্ছে , চীনের শিল্পী সুন নান-য়ের গাওয়া সকল প্রেম একই রকম নামে একটি গান।
গানের কথা হলো:
কি রকম প্রেম আমার স্বপ্নে থাকে ?
তা পাহাড়ের মতো অটল ।
সকল প্রেমই একই রকম ,
স্বল্পকালীন হোক কিংবা দীর্ঘকালীন হোক
তা প্রত্যেকের মনে থাকে ।
তাই সুখের দিনে , দু:খের দিনে
আমরা হৃদয় দিয়ে প্রেম করি ।
আমি বিশ্বাস করি , একতরফা প্রেম হচ্ছে প্রেমের একটি অংশ । তাই আমি প্রেম বিষয়ক প্রথম অনুষ্ঠানে তা বলেছি । আমিও জানি না , আমার এই নি:স্বার্থ প্রেমের পদ্ধতি আপনাদের পছন্দ হয়েছে কিনা ? আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাদের আরো চমত্কার অনুষ্ঠান উপহার দেবার জন্যে চেষ্টা করবো । এর প্রক্রিয়ায় , আশা করি আরো বন্ধু আমাকে সাহায্য করবেন ।
আরেকবার আমাদের আজকের বিষয়বস্তুতে ফিরে আসবো। আমি খুব জানতে চাই , একতরফা প্রেম সম্বন্ধে আপনার অনুভুতি কি রকম ? মিষ্টি বা কষ্টের ? আমি আশা করি , প্রেমের ব্যাপারে প্রত্যেকেই নিজ্বের অনুভূতিকে সম্মান করেন । কারণ , আমি মনে করি , প্রেমের কোনো কারণ নেই , প্রেমের কোনো প্রতিদানেরদরকার নেই । যখন আমরা অন্যকে ভালোবাসি , তখন তার সুখই , আমাদের সুখ । হয়তো ভবিষ্যতে এক দিন তিনি আমাদের প্রেম উপলব্ধি করবেন , বিশ্বাস করি , সেদিন আমাদের প্রেম আরো বৈচিত্রময় , আরো দীর্ঘস্থায়ী ও আরো স্থিতিশীল হবে ।
আপনার মনে প্রেম থাকলে , দয়া করে অধাচীনের মতো তা ত্যাগ করবেন না । কারণ আমি মনে করি , আমরা অন্যকে ভালোবাসি কিংবা অন্য কেউ আমাদের ভালোবাসেন , এগুলো হচ্ছে এক রকম সুখ । ভয় করবেন না , বড়ো আওয়াজে বলুন , আমি তোমাকে ভালোবাসি ।
বন্ধুরা , এখন যে গানটি শুনছেন , তা হচ্ছে চীনের একটি ব্যান্ড এস এইচ ই-য়ের পরিবেশিত আমি তোমাকে ভালোবাসি নামে একটি গান ।
গানের কথা হলো:
আমি তোমাকে ভালোবাসি , আমি তোমাকে ভালোবাসি ,
তুমি শুনেছো ?
আমি আমার মনে মনেএক হাজার , দশ হাজার বার এই বাক্য বলেছি ।
তুমি ছাড়া , অন্য কেউ আমার মনে ঠাই পাবে না ,
আমি শুধু আশা করি , প্রতিদিন তোমার সংগে কাটাবো ।
মিষ্টি কন্ঠ , আদুরে মেয়ে এবং একটি সুন্দর গান , তাই না ? আশা করি , প্রত্যেকেই প্রতিদিন নিজ্বের মনের মানুষের সংগে কাটাবেন । কারণ , আপনারা সুখী হলে , আমরাও সুখী ।
|