Web bengali.cri.cn   
              
     

    • মন্ত্রী, বেতার ও জাদুঘরের মহাপরিচালক এবং দর্শকদের চীন বেতারে সাক্ষাত্কার প্রদান

    • পর্দা নামল "ইমেজ অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ" শীর্ষক প্রদর্শনীর

    • ঢাকায় জমে উঠেছে "ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী" আলোকচিত্র প্রদর্শনী

    • Mostak Ahmed-farmer

    • Tarekul Islam-চীন ও বাংলাদেশের মৈত্রী

    • Wang Zhiyong-A winsome smile

    • Liu Guofeng-New book

    • Qian Wei-বাংলাদেশের মৃদুহাসি
    আরো>>
     
     
    • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক, ১৭টি চুক্তি স্বাক্ষর
    মন্ত্রী, বেতার ও জাদুঘরের মহাপরিচালক এবং দর্শকদের চীন বেতারে সাক্ষাত্কার প্রদান

    বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চলতি বছর নভেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজন করা হয় দ্যা ফ্লেবারর্স অব চায়না "চীনা খাদ্য উত্সব ২০১৫" এবং "ইমেজ অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

    দ্যা ফ্লেবারর্স অব চায়না "চীনা খাদ্য উত্সব ২০১৫"
    লাদেশের রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁ-এ আজ থেকে শুরু হচ্ছে দ্যা ফ্লেবারর্স অব চায়না শিরোনামে ৫ দিন ব্যাপী "চীনা খাদ্য উত্সব ২০১৫"। আজ সন্ধ্যা ৭টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মা মিংছিয়াং অনুষ্ঠানে যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য উত্সবটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উত্সবটি যৌথ ভাবে আয়োজন করছে চীন আন্তর্জাতিক বেতার, প্যান প্যাসেফিক সোনারগাঁ হোটেল ঢাকা, বাংলাদেশস্থ চীনা দূতাবাস এবং Idachu লিমিটেড চীন।...
    ঢাকায় জমে উঠেছে "ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী" আলোকচিত্র প্রদর্শনী
    বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে বেশ জমে উঠেছে "ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতশত দর্শক প্রদর্শনীটি দেখতে ভিড় জমাচ্ছে জাতীয় জাদুঘরে। প্রদর্শনী দেখতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা থেকেও এসেছেন চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরা। গ্যালারীতে প্রদর্শীত ছবি দেখে বহু দর্শনার্থী তাদের মূল্যবান মতামত লেখেছেন "ভিজিটর বুকে"। যেখানে দর্শনার্থীদের চোখে ভালো লাগা, প্রদর্শনীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়গুলি ফুটে উঠেছে। এছাড়া সিআরআই এর বিশেষ ইন্টারভিউতেও বেশ কয়েকজন দর্শনার্থী তাদের অনুভূতি এবং ভালোলাগার কথাগুলি জানিয়েছেন...
    পর্দা নামল "ইমেজ অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ" শীর্ষক প্রদর্শনীর

    বাংলাদেশের রাজধানী ঢাকায় পর্দা নামল "ইমেজ অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর।

    গত ৫ থেকে ১০ নভেম্বর ২০১৫ পর্যন্ত জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে সর্বস্তরের দর্শকদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত ছিল।

    More>>
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040