হেডফোনটি কানে লাগান।

  উচোং চীনের চিয়াংসু প্রদেশের থাইহু হ্রদের তীরে অবস্থিত। আগে ধান ও মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত ছিল উচোং। এখন চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের প্রতীক।

  উচোং অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চল। জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিল্পের উন্নয়নের বিশেষ অঞ্চল হিসেবে এটি তুলনামূলকভাবে সুবিধাজনক নীতি ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এতদঞ্চলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

  ২০১২ সালে উচোং চীনের অন্যতম জাতীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলে পরিণত হয়।

  আমরা উচোংকে উদাহরণ হিসেবে নিয়ে সেখানকার জনগণের জীবনাচার ক্যামেরায় বন্দি করব এবং উচোংবাসীর জীবন সম্পর্কে জানবো।

  উচোং ইয়াংসি নদীর নিম্ন অববাহিকায় অবস্থিত, যা থাইহু হ্রদ বরাবর সমতলভূমির একটি অংশ। এখানে জলাশয়ের বিস্তৃত নেটওয়ার্ক আছে; আছে অনেক নদী ও হ্রদ।

  উচোংয়ে কুওসিয়াং সম্প্রদায়ের বৃদ্ধ-বৃদ্ধাদের কেন্দ্র। বৃদ্ধ-বৃদ্ধারা এখানে গল্প করেন, দাবা খেলেন।

  প্রাচীন গল্পে মগ্ন বৃদ্ধ-বৃদ্ধারা উচোংয়ের অর্থনীতি ও সমাজের উন্নয়নে অংশগ্রহণকারী ও এর সাক্ষী।

উচোং আগে ধান ও মাছের ভাণ্ডার ছিল। এখন এটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও প্রধান শিল্পপার্ক হিসেবে বিখ্যাত। জ্বালানি, গাড়ির খুচরা যন্ত্রাংশ এবং ইলেক্ট্রনিক পণ্য উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানসহ এখানে মোট শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৬০০০ হাজারের বেশি।

উচোং লাংছাও স্মার্ট কারখানা
উচোংয়ের তরুণ প্রজন্ম বুদ্ধি ও ঘাম দিয়ে সুন্দর জীবন সৃষ্টি করছে।

উচোংয়ে বাস করা শিশুরা স্মার্ট, বুদ্ধিমান ও প্রাণবন্ত। শিশুদের চোখে উচোংয়ের উন্নয়নের অসীম সম্ভাবনা দেখা যায়।

  উচোংয়ের কুওসিয়াং সম্প্রদায়ের কিশোরকেন্দ্র। কিশোররা এখানে বই পড়ছে, নানা কার্যক্রমে অংশ নিচ্ছে, এবং শিক্ষকদের নেতৃত্বে হস্তশিল্পকর্ম করছে।

  উচোং জেলার উন্নয়ন হল চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নের একটি সংক্ষিপ্তসার। এখানে তিন প্রজন্মের দৈনন্দিন জীবন থেকে, যুগের প্রয়োজনে এই অঞ্চলের পরিবর্তন উপলব্ধি করা যায়।

প্রকল্পে অংশগ্রহণকারী:

ফটো-ক্যাপশান: হুয়াং উয়েনহুয়া কাও ইউ

বিশেষ ফটোগ্রাফি: চিয়াং ছুয়েনকোং

অডিও সম্পাদক: ছাও ইইউয়েন

প্লেট নকশা: হু সিনইউ সুই কুওহুয়া

প্রযুক্তি-গবেষক: মা উয়েনলুন

অনুবাদক: লি লি