প্রকৃতির বন্ধু


       চীনের সংস্কৃতি পরিষদ. সবুজ সংস্কৃতি উপপরিষদ( সংক্ষেপে “ প্রকৃতির বন্ধু বা Friends of Nature” নামে সুপরিচিত) ১৯৯৪ সালের মার্চ মাসে সরকারের অনুমোদনে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের প্রথম গণভিত্তিক বেসরকারী পরিবেশ সংরক্ষণ সংগঠন। এর উদ্যোক্তা এবং বর্তমান পরিচালক হলেন চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য,চীনের সংস্কৃতি পরিষদের অধ্যাপক লিয়াং ছোংচিয়ে । “ প্রকৃতির বন্ধু”সংস্থাটির কর্তব্য হলো: জনসাধারণের মধ্যে পরিবেশ সংরক্ষণের শিক্ষা প্রবর্তন, সবুজ সভ্যতা প্রবর্তনের উদ্যোগ নেয়া , চীনের বৈশিষ্ট্য-সম্পন্ন সবুজ সংস্কৃতি গড়ে তোলা এবং প্রচার করা, চীনের পরিবেশ সংরক্ষণ ব্রত ত্বরান্বিত করা। 

চীনের “প্রকৃতির বন্ধুর” ওয়েবসাইট হলো: http://www.fon.org.cn/