চীনের পরিবেশ সংরক্ষণ তহবিল সংস্থা 


       চীনের পরিবেশ সংরক্ষণ তহবিল সংস্থা( CEPF ) ১৯৯৩ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অলাভজনক সংস্থা এবং কর্পোরেট মর্যাদা-সম্পন্ন একটি সামাজিক সংগঠন আর চীনে বিশেষভাবে পরিবেশ সংরক্ষণ কাজে লিপ্ত প্রথম বেসরকারী তহবিল সংস্থা। তহবিল সংস্থাটির মূলনীতি হলো : “ জনগণের কাছ থেকে নেয়া, জনগণের কাজে ব্যবহার করা, মানবজাতির কল্যাণ করা”। এই নীতি অনুযায়ী তহবিল সংস্থাটি বিভিন্ন প্রণালী ও পদ্ধতিতে অর্থ সংগ্রহ করে এবং চীনের পরিবেশ সংরক্ষণ কাজে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে উত্সাহ ও পুরস্কার দেয়ার ব্যাপারে (এই) সংগৃহিত অর্থ ব্যবহার করে এবং পরিবেশ সংরক্ষণের সংশ্লিষ্ট বিভিন্ন তত্পরতা ও প্রকল্পে আর্থিক সাহায্য দেয় । চীন ও বিদেশের পরিবেশ ক্ষেত্রের প্রযুক্তিগত আদানপ্রদান ও সহযোগিতা পরিচালনা করে, চীনের পরিবেশ সংরক্ষণের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক গবেষণা, প্রচার ও শিক্ষা, প্রশিক্ষণ, বিদ্যাগত আদানপ্রদান, পরিবেশ সংরক্ষণ শিল্পের উন্নয়ন এবং বৈদেশিক সম্পর্ক-সংক্রান্ত বিভিন্ন তত্পরতা ইত্যাদি পরিবেশ সংরক্ষণ ব্রত উন্নয়নের বিভিন্ন কাজ ত্বরান্বিত করে । 

চীনের পরিবেশ সংরক্ষণ তহবিল সংস্থা( CEPF )-এর ওয়েবসাইট হলো:http://www.cepf.org.cn/