চীনের পরিবেশ ও উন্নয়নের আন্তর্জাতিক মহযোগিতা কমিটি


       ১৯৯২ সালে চীন সরকারের অনুমোদনে চীনের পরিবেশ ও উন্নয়নের আন্তর্জাতিক সহযোগিতা কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। এই সহযোগিতা কমিটি একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক পরামর্শ সংস্থা। এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন চীন গণ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় পরিষদের নেতৃস্থানীয় ব্যক্তি(বর্তমানে এর চেয়ারম্যান রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী জেং ফেই-ইয়েন) । সহযোগিতা কমিটির প্রধান দায়িত্ব হলো চীনের পরিবেশ ও উন্নয়ন ক্ষেত্রে বিদ্যমান গুরুত্বপূর্ণ,জরুরূ এবং চাবিকাঠিমূলক সমস্যা সম্পর্কে নীতিগত প্রস্তাব উত্থাপন এবং নীতি ও প্রকল্পের আদর্শ দেখিয়ে দেয়া। এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন: চীনের রাষ্ট্রীয় পরিষদের বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপমন্ত্রী, দেশের ও বিধেশের পরিবেশ উন্নয়ণ ক্ষেত্রের বিশিষ্ট বিশেষজ্ঞ, পণ্ডিত এবং অন্যান্য দেশের মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নেতৃবৃন্দ। 

চীনের পরিবেশ ও উন্নয়নের আন্তর্জাতিক সহযোগিতা কমিটির ওয়েবসাইট হলো:http://www.cciced.org