রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ প্রশসন


       ১৯৯৮সালে চীনের নবম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের অনুমোদনে এবং চীনের রাষ্ট্রীয় পরিষদের সংস্থার কাঠামো সংস্কার সংক্রান্ত পরিকল্পনা অনুযায়ী চীনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ প্রশাসন( মন্ত্রণালয় পর্যায়ের সংস্থা) স্থাপিত হয়েছে। রাষ্ট্রীয় পরিষদের সরাসরী অধীন একটি সংস্থা হিসেবে রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ প্রশাসনের প্রধান প্রধান দাযূত্ব হলো: দেশের পরিবেশ সংরক্ষণের নীতি, কর্মপন্থা ও আইনবিধি প্রণয়ন করা, প্রশাসনিক নিয়মবিধি প্রণয়ন করা, প্রাকৃতিক পরিবেশ প্রভাবিত করতে পারে--এমন প্রাকৃতিক সম্পদ উন্নয়ন ও ব্যবহারের তত্পরতা , গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গঠন ও ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক পরিবেশের পুনরুদ্ধার কাজ ইত্যাদি তত্ত্বাবধান করা। তার অধীনস্থসংস্থা হলো বিভিন্ন পর্যায়ের স্থানীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো। রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ প্রশাসনের বর্তমান মহাপরিচালক : সিয়ে চেংহুয়া। 

চীনের রাষ্ট্রীয়পরিবেশ সংরক্ষণ প্রশাসনেরওয়েবসাইট হলো:http://www.zhb.gov.cn