চীনের পরিবেশ সংরক্ষণের লক্ষ্য


       পরিবেশ সংরক্ষণে চীনের ধার্য করা লক্ষ্য : ২০০৫ সাল নাগাদ পরিবেশ দূষণ কিছুটা লাঘব করা হবে, প্রাকৃতিক পরিবেশের অবনতি তিব্রতর হওয়ার প্রবনতা প্রাথমিকভাবে রোধ করা হবে, শহর ও গ্রামাঞ্চলের পরিবেশের গুণগত মান, বিশেষ করে বড় ও মাঝারী মঞরগুলো এবং গুরুত্বপূর্ণ অঞ্চলের পরিবেশের গুণগতত মানের উন্নতি করা হবে । সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি-ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ পরিবেশ সংরক্ষণ আইন, নীতি ও পরিচালনা-ব্যবস্থা পূর্ণাঙ্গ ও উন্নত করা হবে। 

২০০৫ সালে সালফার -ডাই-ওক্সাইড, ধোঁয়া ও ধূলো আর শিল্পকারখানজনিত ধূলো, শিল্পকারখানাজনিত দূষিত পদার্থ নিঃসরণের পরিমাণ ২০০০ সালের তুলনায় ১০% কমেছে। “টক বৃষ্টি” আর সালফার -ডাই-ওক্সাইড নিযন্ত্রণ এলাকাগুলোতে সালফার -ডাই-ওক্সাইড নিঃসরণের পরিমাণ ২০০০ সালের চেয়ে ২০ % কমেছে। 

চীনের অর্থনীতি ও সমাজের দশম পাঁচসালা পরিকল্পনায় পরিবেশ সংরক্ষণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্যে এই মেয়াদে সারা দেশে পরিবেশ সংরক্ষণে মোট ৭০০ বিলিয়ন ইউয়ান পুঁজিবিনিয়োগ প্রয়োজন হবে । এটা একই মেয়াদে দেশের মোট জি ডি পির ১.৩ শতাংশের সমান।