প্রাকৃতিক সংরক্ষণ এলাকা গঠন 


       ১৯৫৬ সালে নির্ধারিত কুয়াংতোং প্রদেশের চাওছিং এলাকার তিংহুশান প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হলো চীনের প্রথম প্রাকৃতিক সংরক্ষণ এলাকা। ২০০০ সালের আগষ্ট মাসে প্রতিষ্ঠিত “ তিন মহা নদীর উত্স ” প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হলো আয়তনের দিক থেকে চীনের বৃহত্তম (মোট আয়তন ৩.১৬ লক্ষ বর্গকিলোমিটার), সমুদ্র-পৃষ্ঠ থেকে সব চেয়ে উঁচু (গড়পড়তা সমুদ্র-পৃষ্ঠ থেকে চার হাজার মিটারেরও বেশী উঁচু), এবং প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্যে সমৃদ্ধ সংরক্ষিত এলাকা । এই সংরক্ষণ এলাকা ছিংহাই-তিব্বত মালভূমির অভ্যন্তর-ভাগে অবস্থিত,আর্থাত্ ইয়াংসি , হুয়াংহো এবং লানছাং (মেকং) নদীর উত্স -স্থানে অবস্থিত। ২০০২ সালের শেষ নাগাদ গোটা চীনে মোট ১৭৫৭টি (বিভিন্ন ধরনের) প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠিত হয়েছে, এগুলোর মোট আয়তন ১৩২৯.৫ লক্ষ হেক্টর, যা দেশের স্থলভাগের মোট আয়তনের ১৩.২ শতাংশ। এই সব প্রাকৃতিক সংরক্ষণ এলাকা নদীর উত্সস্থানের পানিসম্পদ সংরক্ষণ , পানি ও মাটি সংরক্ষণ , প্রবল বাতাস প্রতিরোধ ও বাতাসে মরুভূমির বালি স্থানান্তর রোধ , আংশিক অঞ্চলের জলবায়ুর উন্নতি ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে বেশ কিছু প্রাকৃতিক সংরক্ষণ এলাকা , সারা বিশ্বের প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ এলাকা । চীনের ইয়ুননান প্রদেশে প্রাকৃতিক সংরক্ষণ এলাকার সংখ্যা সবচেয়ে বেশী, প্রদেশটিতে আছে ১৫২টি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা, তাদের মোট আয়তন ২৮লক্ষ হেক্টর। সিছুয়েন প্রদেশের ওলোং এবং চিউচাইকৌ, চিলিন প্রদেশের ছাংপাই পর্বত, কুয়াংতোং প্রদেশের তিংহুশান, কানসু প্রদেশের পাইশুই নদী প্রভৃতি ২২টি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা ইউনেস্কোর অনুমোদিত “ বিশ্বের প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ এলাকার” তালিকাভুক্ত হয়েছে।