জমির মরুভূমিকরণ হলো চীনের প্রাকৃতিক
পরিবেশের সবচেয়ে গুরুতর সমস্যাগুলোর
অন্যতম। সারা দেশের ২৬.২ লক্ষ
বর্গকিলোমিটার মরুভূমিকরণ-কবলিত
অঞ্চলের আয়তন দেশের কৃষিজমির
মোট আয়তনের চেয়েও বেশী । অর্থাত্
দেশের মোট আয়তনের ২৭%। বর্তমানে
মরুকরণের প্রবনতা আংশিক অঞ্চলে
রোধ করা হলেও , মরুকরণ-কবলিত
ভূমির আয়তন বছরে ৩ হাজার বর্গকিলোমিটারেরও
বেশী বৃদ্ধি হচ্ছে।
রাষ্ট্রীয় বনশিল্প ব্যুরোর উদ্যোগে
মরুকরণ প্রতিরোধ ও মরুভূমি সংস্কারের
একটি জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন
শুরু হয়েছে, ২০১০ সাল নাগাদ মোটামুটি
মরুভূমি সম্প্রসারণের প্রবনতা
রোধ করা যাবে; ২০৩০ সালে পূর্ববর্তী
সময়পর্বে মরুভূমি সংস্কারের সুফল
সুসংবদ্ধ করার ভিত্তিতে মরুকরণ-কবলিত
ভূমির মোট আয়তন বছরে বছরে কমতে
শুরু করবে । ২০৫০ সালে তখনকার
অর্থনৈতিক ও প্রযুক্তিগত অবস্থায়
সংস্কারযোগ্য যাবতীয় মরুকরণ-কবলিত
ভূমি মোটামুটিভাবে সংস্কার করা
হবে । পরিশেষে মরুকরণ-এলাকায়
বেশ ভাল প্রাকৃতিক পরিবেশের সম্পূর্ণ
ব্যবস্থা গড়ে তোলা হবে।