জলাভূমি সংরক্ষণ


       ১৯৯২ সালে “আন্তর্জাতিক জলাভূমি চুক্তিতে” যোগ দেয়ার পর থেকে চীন সরকার জলাভূমি সম্পদ রক্ষা এবং পুনরুদ্ধারের সক্রীয় প্রয়াস চালিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত অনেকগুলো প্রাকৃতিক জলাভূমি রক্ষা পায় । ২০০২ সালের শেষ নাগাদ চীনে বিভিন্ন ধরনের ৩৫৩টি প্রাকৃতিক জলাভূমি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠিত হয়েছে । অনেক সংরক্ষণ এলাকা হলো সমুদ্র, হ্রদ এবং নদনদী অঞ্চলের উপকূলীয় জলাভূমি এবং বনাঞ্চলের প্রান্তের জলাভূমি । তার মধ্যে ২১টি সংরক্ষণ এলাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলাভূমির তালিকা-ভুক্ত হয়েছে, এই ২১টি এলাকার আয়তন ৩০.৩ লক্ষ হেক্টর। 

  ২০০০ সালের নভেম্বর মাস থেকে “চীনের জলাভূমি সংরক্ষণ কার্যক্রম পরিকল্পনা” বাস্তবায়ন শুরু হয়। রাষ্ট্রীয় বনশিল্প ব্যুরোর পরিচালনায় রাষ্ট্রীয় পরিষদের ১৭টি মন্ত্রণালয় ও কমিটির যৌথ উদ্যোগে এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সালের মধ্যে চীনে মানব-তত্পরতার দরুন প্রাকৃতিক জলাভূমির আয়তন হ্রাসের প্রবনতা রোধ করা হবে; ২০২০ সালের মধ্যে অবনতিগ্রস্ত বা বিলুপ্ত জলাভূমি ধাপে ধাপে পুনরুদ্ধার করা হবে।