বায়ু-পরিবেশের অবস্থা


       সাম্প্রতিক বছরগুলোতে মোটের ওপর চীনের শহরগুলোর বায়ুর গুণগত মানের কিছু উন্নতি হয়েছে , তবে তিন ভাগের দুই ভাগ শহরের বায়ুর গুণগত মান রাষ্ট্রের নির্ধারিত মানদণ্ডের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হতে পারে নি । বায়ুর মধ্যে ভাসমান গুঁড়িগুঁড়ি ধূলিকা -জাতীয় পদার্থই হলো শহরের বায়ুর গুণগত মান নষ্ট করার প্রধান দূষিত পদার্থ । চীনের দক্ষিণ অংশের চেয়ে উত্তরাংশের শহরগুলোর বায়ুতে ভাসমান ক্ষুদ্র ধূলিকা জাতীয় পদার্থ বেশী । যে সব শহরের বায়ুতে ভাসমান ক্ষুদ্র পদার্থের পরিমাণ বেশী , সেই সব শহর প্রধানত উত্তর চীন, উত্তরপশ্চিম চীন, উত্তরপূর্ব চীন, মধ্যচীনের সমতল ভূমি এবং সিছুয়েন প্রদেশের পূর্বাংশ এবং ছোংছিং মহানগর ইত্যাদি অঞ্চলে অবস্থিত। কোনো কোনো শহরের বায়ুতে সালফার ডাইওক্সাইড খুবই বেশী বলে গুরুতর দূষণ সমস্যা দেখা দিয়েছে। পক্ষান্তরে চীনের দক্ষিণ অংশের ব্যাপক অঞ্চলে এসিড প্রেসিপিটেশন(“এসিড বৃষ্টিপাত”)-এর দরুণ গুরুতর দূষণ সমস্যা দেখা দিয়েছে ।