জলসম্পদ পরিবেশের অবস্থা


       চীনের ভূখণ্ডের উপরিভাগের পানিসম্পদ প্রধানত ৭টি বড় নদীর অববাহিকায় কেন্দ্রীভূত: ইয়াংসি নদী, হুয়াংহো নদী, সোংহুয়া নদী, লিয়াওহো নদী, মুক্তা নদী, হাইহো নদী ও হুয়াইহো নদী অববাহিকা । চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো প্রকাশিত “২০০৩ সালে চীনের পরিবেশের গুণগত মানের অবস্থা” থেকে দেখা গেছে, চীনের ৭টি বড় নদীর অববাহিকার পানিদূষণের মাত্রা ক্রমেই কমে এর মান উন্নত হচ্ছে । ২০০৩ সালের পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পরিষ্কার পানির অনুপাত দেশের মোট পানির ৩৭.৭ শতাংশ, পক্ষান্তরে ২০০১ সালে এই অনুপাত ছিল মাত্র তিন ভাগের এক ভাগ। 

উপরোক্ত সাতটি নদীর অববাহিকার মধ্যে হাইহো এবং লিয়াওহো নদীর অববাহিকার দূষণ সবচেয়ে গুরুতর । সাতটি নদীর অববাহিকার দূষণের প্রধান কারণগুলো হলো পেট্রোলিয়াম(তেল), রাসায়নিক শিল্পের প্রয়োজনীয় ওক্সিজেন , আমোনিয়া, নাইট্রোজেন, পার্মাংগনেট-জাতীয় রাসায়নিক পদার্থের মাত্রা, ভোলাটাইল ফিনাইল আর মার্কারি(পারা) ইত্যাদির অধিক মাত্রা । হ্রদ ও জলাধারের পানির অবস্থা সম্পর্কে বলতে গেলে প্রধান প্রধান হ্রদে নাইট্রোজেন আর ফসফরাস-জনিত দূষণ বেশ গুরুতর, ফলে পানির “অতিপুষ্টির” সমস্যা খুবই লক্ষ্যণীয় । তিয়েনছি হ্রদের পানির “অতিপুষ্টির” সমস্যা খুবই গুরুতর । তাছাড়া চীনের তৃতীয় বৃহত্তম হ্রদ থাইহু এবং পঞ্চম বৃহত্তম হ্রদ ছাওহু-র পানিও কিছুটা “অতিপুষ্টির” অবস্থায় রয়েছে । 

চীনদেশের বেশীর ভাগ শহর ও অঞ্চলের ভূগর্ভস্থ পানির গুণগত মান মোটামুটি বেশ ভাল, তবে আংশিকভাবে কিছু মাত্রার দূষণ রয়েছে । অল্প কিছু অঞ্চলে দূষণের অবস্থা বেশ গুরুতর , এটা প্রধানত শহরগুলোর কেন্দ্রস্থলে দেখা যায় , যেখানে শহরবাসীর ঘন বসতি এবং শিল্পায়নের মাত্রা অধিক । এ অঞ্চলগুলোর প্রধান দূষণ হলো ভূগর্ভস্থ পানির মধ্যে নাইট্রেট আর নাইট্রাইট জাতীয় রাসায়নিক পদার্থের পরিমাণ বেশী , আমোনিয়া, নাইট্রোজেন,লোহা, মাংগানেস, ক্লোরাইড এবং সালফেট ইত্যাদির পরিমাণও মাত্রাতিরিক্ত ।