|
|
|
|
|
|
|
যদিও চীনের ব্যাপক শিল্পায়নের
ইতিহাস মাত্র অর্ধ শতাব্দীর ,
কিন্তু বিপুল লোকসংখ্যা , উন্নয়নের
দ্রুত গতি এবং অতীতে বেশকিছু
কর্মনীতির সমস্যার ফলে , চীনে
পরিবেশ ও সম্পদের সমস্যা খুবই
লক্ষণীয় এবং পরিবেশ সংক্রান্ত
পরিস্থিতি খুবই জটিল । তার প্রধান
প্রধান লক্ষণ হলো: পানি ও মাটির
ক্ষয় ক্রমেই বৃদ্ধির প্রবনতা,
মরুভূমিতে রূপান্তরিত জমির আয়তনের
সম্প্রসারণ, বনাঞ্চলের আয়তন হ্রাস,
প্রাকৃতিক সবুজাবরণ বিনষ্ট হওয়া,
উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যের
গুরুতর ক্ষতি, উদ্ভিদ ও প্রাণীর
মধ্যে বিভিন্ন প্রজাতির বিলুপ্ত
হওয়ার গতি বেড়ে যাওয়া, জল ও বায়ুমন্ডলের
গুরুতর দূষণ ইত্যাদি ।
গত শতাব্দীর ৭০-এর দশকের প্রথম
দিকে জাতি সংঘের মানবজাতির পরিবেশ
সম্মেলনের অনুপ্রেরণায় চীনের
পরিবেশ সংরক্ষণ কাজ শুরু হয় ।
গত ২০ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের
পর চীনে ইতিমধ্যে তুলনামূলকভাবে
পূর্ণাংগ দূষণমোচন ও সম্পদ সুরক্ষাবিষয়ক
আইন-ব্যবস্থা ও নীতিমালা গ ড়ে
তোলা হয়েছে , পরিবেশ সংরক্ষণে
পুঁজিবিনিয়োগও বেড়েছে । কিন্তু
উন্নত দেশগুলোর তুলনায় চীনের
পরিবেশ সংরক্ষণ নীতিমালা এখনও
সম্পূর্ণ নয় । নীতির বিষয়বস্তু
অনুসারে অনেক নীতিগত ব্যবস্থা
বিভিন্ন স্তরের সরকারের ঐতিহ্যিক
পরিকল্পনা ও প্রশাসনিক আদেশের
ভিত্তিতে প্রতিষ্ঠিত। বেশ কিছু
অঞ্চলে সরকারের পরিবেশ সংরক্ষণ
বিভাগের আইন প্রয়োগ এখনও যথেষ্ট
জোরদার হয় নি , ফলে বিভিন্ন নীতির
বাস্তবায়ন সুনিশ্চিত হয় নি বলে
পরিবেশের গুণগত মানের উন্নতি
প্রত্যক্ষভাবে সীমাবদ্ধ রয়েছে
। বর্তমানে চীন সরকার পরিবেশ
সংরক্ষণ আরও জোরদার করার জন্যে
সিদ্ধান্ত নিয়েছে, এতে চীনে অর্থনীতি
ও সমাজের দ্রুত ও সুষ্ঠু উন্নয়ন
বাস্তবায়নের সঙ্গে সঙ্গে মানুষ
ও প্রকৃতির সমন্বয় ও ঐক্য বজায়
রাখা যাবে।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|