চীনের বিজ্ঞান আর প্রযুক্তি বিষয়ক সংক্ষিপ্ত পরিচিতি

      গত কয়েক বছরেচীন সরকারবিজ্ঞান আর শিক্ষার মাধ্যমে দেশ তেজিজান করেতোলার রণনীতিকার্যকরী করে, বিজ্ঞার আর প্রযুক্তি বিকাশের ওপর খুব গুরুত্ব দেয়এবংবৈজ্ঞানিক গবেষণা আরপ্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে অর্থ বরাদ্দ বাড়িয়েছে । ২০০৩ সালেচীন বৈজ্ঞানিক গবেষণা আর প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত খরচ দেড় শো বিলিয়ন ইউয়ান রেন মিন পি ছাড়িয়ে গেছে । তা দেশের অভ্যন্তরীণ জি ডি পির শতকরা১.৩৫ ভাগ হয়েছে ।

    চীন সরকারের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজ রাষ্ট্রীয় পর্যায়েরবিজ্ঞান ও প্রযুক্তি বিকাশের পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করা হয় ।বর্তমানেচীনের প্রধান বিজ্ঞান আর প্রযুক্তি পরিকল্পনা বুনিয়াদি গবেষণা , হাই-টেকগবেষণা ও উন্নয়ন , কৃষি ক্ষেত্র , হাই-টেক শিল্পের উন্নয়ন এবংমহাকাশ প্রযুক্তি , প্রতিরক্ষা প্রভৃতি ক্ষেত্রের সংগে জড়িত । এই সব পরিকল্পনা চীনের বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রনালয়ের বিশেষজ্ঞ গ্রুপের আলোচনার মাধ্যমে প্রণয়ন করা হয়এবং টেন্ডার পদ্ধতিতেবৈজ্ঞানিকগবেষণাগারবাছাই করা হয় ।যে সববৈজ্ঞানিক গবেষণাগার টেন্ডার গ্রহণ করেছে , সেগুলো যথোচিত গবেষণারঅর্থঅর্জন করবে ।

    বহু বছর ধরে বিকাশের মাধ্যমেচীন বৈজ্ঞানিক গবেষণা আরপ্রযুক্তিগত উন্নয়নের দিক থেকে পূর্ণাংগ সামর্থ্য পেয়েছে ।কতকগুলোবুনিয়াদি গবেষণার ক্ষেত্র আরকতিপয়হাই-টেক ক্ষেত্রে চীনের গবেষণার সুফলআন্তর্জাতিক উন্নত মানে পৌঁছেছে বা এই মানেরকাছাকাছি হয়েছে । ২০০৩ সালেচীনের বিজ্ঞানীরাবিদেশী পত্রিকায় যে প্রবন্ধ প্রকাশ করেছেন ,বিশ্বে তারস্থান পঞ্চম। চীনের অভ্যন্তরেযারা পেটেন্ট আবেদন জানিয়েছে , তাদের সংখ্যাও বিপুলমাত্রায় বেড়ে গেছে ।এ থেকে প্রতিপন্ন হয়েছে যে ,চীনেরআবিষ্করণের সামর্থ্য ক্রমাগতউন্নত হচ্ছে ।