চীনের বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে আনুষংগিক শিক্ষাগত যোগ্যতা ও নির্দ্দিষ্ট হানভাষার মান থাকা দরকার। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দাবি অনুসারে কোনো কোনোটিতে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় উর্ত্তীণও হতে হয়। ছাত্রছাত্রীরা ইন্টারনেটের মাধ্যমে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগযোগ করতে পারেন। ভর্তি হলে খুব সহজেই চীনে আসার আনুষ্ঠানিকতা সারা যায়। বর্তমানে চীনের তিনটিরও বেশী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিদেশী ছাত্রছাত্রীদের গ্রহণ করতে পারে।
চীনের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের বেতন খুবই কম। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন বিষয় অনুসারে বেতনও আলাদা। বর্তমানে সাধারণত: বার্ষিক বেতন বিশ হাজার ইউয়ান রেনমিপির মতো।
চীন তার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদেশী ছাত্রছাত্রীদের আকর্ষণের উপর খুবই গুরুত্ব দেয় এবং এটিকে শিক্ষার আন্তর্জাতিক মর্যাদা উন্নত করা ও বিশ্বের প্রথম শেণীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি উপায় বলে গণ্য করে। আরো বেশি বিদেশী ছাত্রছাত্রীদের, বিশেষ করে স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের আকর্ষণের জন্য চীন অব্যাহতভাবে চীনে বিদেশী ছাত্রছাত্রীদের অধ্যয়ন করতে আসার পরিবেশ উন্নত করার ধারাবাহিক ব্যবস্থা নিতে থাকবে।
(
ছবিতে দেখানো হচ্ছে: চীনে বিদেশী ছাত্রছাত্রীর
)
|