হান বা চীনাভাষা শিক্ষা

          অনেক বিদেশী ছাত্রছাত্রীর চীন আসার উদ্দেশ্য হানভাষা শেখা। বর্তমানে চীনে বিদেশী ছাত্রছাত্রীদের ষাট শতাংশেরও বেশি হানভাষা শিখছেন। চীনে হানভাষা শেখানোর ব্যবস্থা খুবই নমনীয়। যেমন রয়েছে কয়েক মাস ও কয়েক সপ্তাহের স্বলপকালিন কোর্স, তেমনি রয়েছে চার বছরের বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার্স ডিগ্রির শিক্ষা। চীন বিদেশী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরণের খুবই যর্থাথ হানভাষার পাঠ্যপুস্তক তৈরী করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের বিভিন্ন মাত্রা অনুসারে ইংরেজী ও হানভাষা এই দুটি ভাষায় অথবা শুধু হানভাষায় পড়ায়।

      চীনে বেশীরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে হানভাষা পড়ানো হয়। বর্তমানে চীনের তিনটিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদেশী ছাত্রছাত্রীদের জন্য হানভাষা শেখার ব্যবস্থা রয়েছে। ছাত্রছাত্রীরা নিজের নিজের অস্থা অনুসারে এই সব উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।

       চীন ১৯৯২ সাল থেকে হানভাষার “ পোয়েফেল” বলে পরিচিত হানভাষার মান পরীক্ষা চালু করে। পরীক্ষার্থীদের হানভাষার মান যাচাইয়ের জন্যে পরীক্ষাটি বহু পর্যায়ের রয়েছে। বর্তমানেস শুধু চীনে নয়, বিশ্বের আটাশটি দেশ ও অঞ্চলেও এই পরীক্ষার কয়েক ডজন পরীক্ষা কেন্দ্র আছে।