চীনে অধ্যয়ন করতে আসা বিদেশী ছাত্রছাত্রীদের রুপরেখা

       সাম্প্রতিকবছরগুলোতে চীনের অর্থনীতির দ্রুত বিকাশ ও আন্তর্জাতিক অবস্থানের দিনদিন বৃদ্ধির ফলে ক্রমেই আরো বেশি বিদেশী যুবকযুবতী চীনে অধ্যয়ন করতে আসছেন। বর্তমানে চীনে বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা সাতাত্তর হাজার। এর মধ্যে নব্বই শতাংশেরও বেশি হচ্ছে নিজের খরচে চীনে অধ্যয়ন করতে আসা বিদেশী ছাত্রছাত্রী। তারা প্রধানত: দক্ষিণ কোরিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েত্নাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জার্মানি, রাশিয়া, নেপাল, ফ্রান্স, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া ইত্যাদি একশো সত্তরটিরও বেশি দেশ ও অঞ্চল থেকে এসেছেন।

  চীনেবিদেশী ছাত্রছাত্রীরা প্রধানত: চীনাভাষা, চীনের সংস্কৃতি, চীনের ইতিহাস, চীনা চিকিত্সা ও চীনা ভেষজ ওষুধ ইত্যাদি চীনের বৈশিষ্ট্যসম্পন্ন বিষয় শিখছেন। সাম্প্রতিক বছরগুলোতে আইন, অর্থনীতি, হিসাব এবং বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয় শিখতেও বিদেশী ছাত্রছাত্রীরা চীনে আসছেন।

  চীনে বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা আরো বাড়ানোর জন্যে চীন ব্যব্সথা নিচ্ছে। যেমন, যাতে বিদেশী ছাত্রছাত্রীরা চীন সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারেন সেজন্যে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে স্থানীয় অধিবাসীদের বাড়ীতে থাকতে দেয়া ও চীনের জনসাধারণের সঙ্গে আরো বেশি মেলামেশা করতে দেয়া, স্নাতকোত্তর ছাত্র পর্যায়ে ইংরেজী ও চীনাভাষা এই দু’টি ভাষায় পড়ানোর উপায় গ্রহণ করে চীনাভাষার মান উন্নত নয় এমন ছাত্রছাত্রীদের আকর্ষণ করা ইত্যাদি।

  একটি অসম্পূর্ণ পরিসংখ্যান অনুযায়ী নয়াচীনের জন্ম থেকে এ পর্যন্ত চীনে অধ্যয়ন করতে আসা বিদেশী ছাত্রছাত্রীদের মোট সংখ্যা ছয় লক্ষ ত্রিশ হাজার ছাড়িয়ে গিয়েছে। তারা এসেছেন বিশ্বের একশো সত্তরটি দেশ ও অঞ্চল থেকে । তারা তাদের যার যার দেশের গঠন ও উন্নয়নের জন্য এবং চীনের সঙ্গে সেই সব দেশের আদানপ্রদান ওসহযোগিতা ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।