সাংহাইয়ের চিয়াও থং বিশ্ববিদ্যালয়


        সাংহাইয়ের চিয়াও থং বিশ্ববিদ্যালয়হচ্ছে বিজ্ঞান-ভিত্তিক ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রাধান্য বিশিষ্ট চীনের একটি গুরুত্বপূর্ণবিশ্ববিদ্যালয়। ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে জাহজ ও সমুদ্র প্রকল্প , যন্ত্রপাতি ও চালিকাশক্তি প্রকল্প, ইলেক্ট্রনিক তথ্য ও বৈদ্যুতিকীকরণ প্রকল্প ইত্যাদি একুশটি কলেজ ও পঁঞ্চন্নটি ব্যাচেলার্স ডিগ্রির বিশেষ বিষয় অর্থাত্ বিজ্ঞান , ইঞ্জিনিয়ারিং, লিবারেল আর্টস, ব্যবস্থাপনা, কৃষি, অর্থনীতি, আইন, শিক্ষা ইত্যাদি বিষয় আছে। এর মধ্যে টেলিযোগাযোগ ও ইলেক্ট্রনিক ব্যবস্থা, জাহাজ ও সমুদ্র প্রকল্প, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, কম্পজিট, ধাতুর প্লাস্টিসিটি প্রক্রিয়াকরণ ইত্যাদি কয়েকটি বিষয়ের মান বিশ্বের প্রথম শ্রেণীর কাছাকাছি হয়েছে।   

        বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে চৌদ্দ হাজারেরও বিশি ফুল-টাইম ব্যাচেলার্স ডিগ্রিপ্রার্থী ছাত্রছাত্রী, সাত হাজারেরও বেশি মাস্টারস ডিগ্রিপ্রার্থী ও ডক্টরেট ডিগ্রিপ্রার্থী স্নাতকোত্তর ছাত্রছাত্রী এবং এক হাজার ছয় শোরোরও বেশি বিদেশী ছাত্রছাত্রী আছে। অনেক বছর ধরে সাংহাইয়ের চিয়াও থং বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের জন্য এক লক্ষেরও বেশি শ্রেষ্ঠ দক্ষ ব্যক্তিকে গড়ে তুলেছে। এদের মধ্যে রয়েছেন বেশ কিছু উল্লেখযোগ্য রাজনীতিবিদ, সমাজের কর্মনায়ক , শিল্পপতি, বৈজ্ঞানিক, অধ্যাপক এবং ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিশেষজ্ঞ। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো বেশি জানতে চাইলে আপনারা তাদের ওয়েবসাইটে অবতরণ করতে পারেন। তাদের ওয়েবসাইটের ঠিকানা:http://www.sjtu.edu.cn/