সিছুয়ান বিশ্ববিদ্যালয়


        দক্ষিণপশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতি শহরে অবস্থিত সিছুয়ান বিশ্ববিদ্যালয় হচ্ছে বর্তমানে চীনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বেশি শাখাবিশিষ্ট বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে হিউম্যানিটিস, সমাজবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিবিজ্ঞান, চিকিত্সা ইত্যাদি নয়টি শাখার প্রধান প্রধান তার শিক্ষা ও গবেষণার আওতাভুক্ত। 

  বর্তমানে সিছুয়ান বিশ্ববিদ্যালয়ে ত্রিশটি শাখা ধরণের কলেজ ও একশো আঠারোটি ব্যাচেলার্স ডিগ্রির বিষয় খোলা রয়েছে। বর্তমানে গোটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকশিক্ষিকা ও কর্মচারীদের সংখ্যা এগারো হাজার তিনশো সাতান্ন। অধ্যয়নরত ব্যাচেলার্স ও তারও উপরের ডিগ্রিপ্রার্থী ফুল-টাইম সাধারণ ছাত্রছাত্রীদের সংখ্যা দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার নয়শোতে। এর মধ্যে ফুল-টাইম ব্যাচেলার্স ডিগ্রিপ্রার্থী ছাত্রছাত্রীদের সংখ্যা ত্রিশ হাজারের বেশি, মাস্টারস ও বিশেষ পেশাগত ডিগ্রিপ্রার্থী স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের সংখ্যা দশ হাজারের বেশি, ডক্টরেট ডিগ্রিপ্রার্থী ছাত্রছাত্রীদের সংখ্যা দুই হাজার সাতশো চল্লিশ এবং বিদেশী ছাত্রছাত্রী আর হংকং, ম্যাকাও ও তাইওয়ানের ছাত্রছাত্রীদের সংখ্যা ছয়শো তিপ্পান্ন। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো বেশী জানতে চাইলে আপনারা তাদের ওয়েবসাইটে অবতরণ করতে পারেন। তাদের ওয়েবসাইটের ঠিকানা:http://www.scu.edu.cn/