চেচিয়াং বিশ্ববিদ্যালয়


        দক্ষিণপূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অবস্থিত চেচিয়াং বিশ্ববিদ্যালয় হচ্ছে বর্তমানে চীনের বৃহত্তম ও সবচেয়ে বেশি শাখা বিশিষ্ট গবেষণার্ধমী ও সামগ্রিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। আন্তর্জাতিক ক্ষেত্রে তার বেশ বড় প্রভাব আছে।  

        চেচিয়াং বিশ্ববিদ্যালয়ে দর্শন, অর্থনীতি, আইন, শিক্ষা, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কৃষি, চিকিত্সা, ব্যবস্থাপনা ইত্যাদি এগারোটি বড় শাখা ও একশো পাঁচটি ব্যালর্চস ডিগ্রির বিষয় রয়েছে। বর্তমানে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সংখ্যা আট হাজার সাতশোর মতো। গোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফুল-টাইম ছাত্রছাত্রীদের সংখ্যা চল্লিশ হাজারের বেশি। এর মধ্যে মাস্টার’স ডিগ্রিপ্রার্থী স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের সংখ্যা নয় হাজার সাতশোর মতো, ডক্টরেট ডিগ্রিপ্রার্থী স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের সংখ্যা চার হাজার দু’শোর মতো এবং বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা এক হাজারের মতো।

        অর্থনীতি, আইন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের বিদ্যাগত সাফল্য বেশ উল্লেখযোগ্য। চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের ছ’টি এলাকার গ্রন্হাগারগুলোর মোট মেঝের আয়তন উনষাট হাজার বর্গমিটারের মতো। মোট উনষাট লক্ষ দশ হাজাটির মতো বই সংরক্ষিত আছে। এটি হচ্ছে চীনের বৃহত্তম সবচেয়ে বেশী শাখার সবচেয়ে বেশি বই সংরক্ষণকারী বিশ্ববিদ্যালয়ের গ্রন্হাগারগুলোর অন্যতম। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো বেশি জানতে চাইলে আপনারা তাদের ওয়েবসাইটে অবতরণ করতে পারেন। তাদের ওয়েবসাইটের ঠিকানা:http://www.zju.edu.cn/