উহান বিশ্ববিদ্যালয়


        মধ্যচীনের হুপেই প্রদেশের উহান শহরে অবস্থিত উহান বিশ্ববিদ্যালয় হচ্ছে চীনের সবচেয়ে বেশি শাখাবিশিষ্ট গবেষণার্ধমী সামগ্রিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। বর্তমানে উহান বিশ্ববিদ্যালয়ে দর্শন, অর্থনীতি, আইন, শিক্ষা, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কৃষি, চিকিত্সা, ব্যবস্থাপনা ইত্যাদি এগারোটি বড় শাখা ও এক শো পাঁচটি ব্যাচেলার্স ডিগ্রির বিষয় রয়েছে। শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা পাঁচ হাজারের মতো । অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সংখ্যা বারো হাজারের বেশী। সাম্প্রতিক বছরগুলোতে তিনশোরও বেশি বিদেশী বিখ্যাত পণ্ডিত ও বিশিষ্ট রাজনীতিবিদ আমন্ত্রণক্রমে উহান বিশ্ববিদ্যালয়ের পার্ট-টাইম অধ্যাপক, অবৈতনিক অধ্যাপক ও অতিথি অধ্যাপক হয়েছেন। ষাটটিরও বেশি দশ ও অঞ্চলের দু’শটিরও বেশি বিশ্ববিদ্যালয় আর বৈজ্ঞানিক গবেষণা সংস্থার সঙ্গে উহান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ও আদানপ্রদানের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।  

        লুও চিয়া পাহাড়ের পাদদেশে নদীর ধারে অবস্থিত উহান বিশ্ববিদ্যালয়কে চীনের সবচেয়ে সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম বলে মনে করা হয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়সম্পর্কে আরো বেশি জানতে চাইলে আপনারা তাদের ওয়েবসাইটে অবতরণ করতে পারেন। তাদের ওয়েবসাইটের ঠিকানা: http://www.whu.edu.cn/