জোং শান বিশ্ববিদ্যালয়


       ১৯২৪ সালে চীনের গণতান্ত্রিক বিপ্লবের নেতা সান ইয়েত সিয়েন দ্বারা প্রতিষ্ঠিত এবং দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরে অবস্থিত জোং শান বিশ্ববিদ্যালয় হচ্ছে লিবারেল আর্টস ও বিজ্ঞান বিষয় ভিত্তিক একটি সর্বশাখাবিশিষ্ট বিশ্ববিদ্যালয়। 

       বর্তমানে জোং শান বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিস কলেজ, লিন নান কলেজ, গণিত ও কম্পিউটার কলেজ, জোং শান মেডিকেল কলেজ ইত্যাদি উনিশটি কলেজ ও উনাশীটি ব্যাচেলার্স ডিগ্রির বিষয় আছে এংব আছে বেশ কিছু উন্নতমানের পূর্ণাংগ ব্যবস্থার পরীক্ষাগার ও বৈজ্ঞানিক গবেষণা ঘাঁটি। গোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন ধরণের ছাত্রছাত্রীদের মোট সংখ্যা একচল্লিশ হাজারের বেশি, মাস্টারস ডিগ্রিপ্রার্থী স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় পাঁচ হাজার চার শো চল্লিশ, ডক্টরেট ডিগ্রিপ্রার্থী স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় এক হাজার নয় শো সত্তর এবং বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় সাড়ে চার শো। এই বিশ্ববিদ্যালয়ের লিন নান কলেজের নতুন প্রাংগনের দৃশ্য খুবই সুন্দর এবং ব্যবস্থা উন্নত। এটিকে চীনের সবচেয়ে সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাংগনগুলোর অন্যতম বলে গণ্য করা হয়ে থাকে। জোং শান বিশ্ববিদ্যালয়ের গ্রম্হাগার হচ্ছে দক্ষিণপূর্ব চীনের সবচেয়ে বেশি বই সংরক্ষণকারী গ্রন্হাগারগুলোর অন্যতম। এই বিশ্ববিদ্যালয়সম্পর্কে আরো বেশী জানতে চাইলে আপনারা তাদের ওয়েবসাইটে অবতরণ করতে পারেন। তাদের ওয়েবসাইটের ঠিকানা: http://www.zsu.edu.cn/