দক্ষিণপূর্বচীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে অস্থিত নানচিং বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিষযভিত্তিক নবোত্থিত একটি বিখ্যত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
বর্তমানে নানচিং বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস কলেজ, বিজ্ঞান কলেজ, ভূতত্ত্ব কলেজ, মেডিকেল কলেজ ইত্যাদি ষোলোটি কলেজ ও তেতাল্লিশটি বিভাগ আছে। শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা প্রায় দুই হাজার। অধ্যয়নরত বিভিন্ন ছাত্রছাত্রীদের সংখ্যা একত্রিশ হাজারের বেশি। এর মধ্যে ডক্টরেট ডিগ্রিপ্রার্থী আর মাস্টারস ডিগ্রিপ্রার্থী ছাত্রছাত্রীদের সংখ্যা সাড়ে আট হাজারের বেশি।
নানচিং বিশ্ববিদ্যালয় হচ্ছে চীনের আন্তর্জাতিক বিদ্যাগত আদানপ্রদান তত্পরতায় সবচেয়ে তত্পর একটি বিশ্ববিদ্যালয় । তি দি লী, স্যাসুয়েল সি সি থিং, ছেল নিং ইয়াং,ইলিয়া প্রিগোজিন, এস, গ্লাসো, রবটি এ, মান্ডেল প্রমুখ বেশ কয়েকজন নোবেল পুরস্কার বিজয়ীকে নানচিং বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক অধ্যাপক বা অবৈতনিক ডক্টরের আখ্যা দেয়া হয়েছে। যদি আপনারা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে তাদের ওয়েবসাইটে অবতরণ করতে পারেন। তাদের ওয়েবসাইটের ঠিকানা:http://www.nju.edu.cn/
|