ছিংহুয়া বিশ্ববিদ্যালয়


       চীনের রাজধানী পেইচিংয়ে অবস্থিত ছিংহুয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে চীনের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রাধান্য বিশিষ্ট গবেষণার্ধমী সর্বশাখাবিশিষ্ট সরকারী বিশ্ববিদ্যালয়। প্রায় একশো বছরের ইতিহাস সম্পন্ন ছিংহুয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চস্তরের দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ ঘাঁটিগুলোর অন্যতম।  

       বর্তমানে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কলেজ, পূর্ত কলেজ, নির্মান ও জলসেচ কলেজ, যন্ত্রপাতি ও ইঞ্জিনিয়ারিং কলেজ, তথ্যনৈতিক ও প্রযুক্তি কলেজ, হিউম্যানিটিস সমাজবিজ্ঞান কলেজ, গণ ব্যবস্থাপনা কলেজ, ব্যবহারিক প্রযুক্তি কলেজ ইত্যাদি এগারোটি কলেজের মোট চুয়াল্লিশটি বিভাগ আছে। তার পূর্ত, কম্পিউটার, মোটরগাড়ী, উচ্চশক্তিসম্পন্ন পদার্থবিদ্যা ইত্যাদি বিভাগ চীনে খুবই প্রশংসা নিয়েছে। গত প্রায় বিশ বছরে ছিংহুয়া সর্বশাখা বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের দিকে বিকশিত হচ্ছে। পরপর ব্যবস্থাপনা, চীনভাষা, সাংবাদিকতা ইত্যাদি অনেক সমাজবিজ্ঞান বিষয়ের বিভাগ খোলা হয়েছে এবং চিকিত্সা কলেজ খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে।  

       বর্তমানে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকশিক্ষিকা ও কর্মচারীদের সংখ্যা প্রায় সাত হাজার এক শো, অধ্যয়নরত ফুল টাইম ছাত্রছাত্রীদের সংখ্যা বিশ হাজারের বেশী, এর মধ্যে ব্যাচেলার্স ডিগ্রি-প্রার্থী ছাত্রছাত্রীদের সংখ্যা বারো হাজারের বেশি, মাস্টারস ডিগ্রি ও ডক্টরেট ডিগ্রি-প্রার্থী স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় দশ হাজার। অনেক বিদেশী ছাত্রছাত্রীও ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। 

       ছিংহুয়া বিশ্ববিদ্যালয় তার উচ্চ বিদ্যাগত মান আর শিক্ষার উত্তম গুনগত মানের জন্য সমগ্র বিখ্যাত এবং বিশ্বেও খুবই উচ্চ মর্যাদা লাভ করেছে। ছিংহুয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো বেশী জানতে চাইলে আপনারা ওয়েবসাইটে অবতরণ করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা:http://www.tsinghua.edu.cn