পেইচিং বিশ্ববিদ্যালয় লিবারেল আর্টস এবং বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা ও গবেষনার উন্নত মানের জন্য সমগ্র দেশে বিখ্যাত একটি সর্বশাখা বিশিষ্ট সরকারী বিশ্ববিদ্যালয়। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত পেইচিং বিশ্ববিদ্যালয় চীনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতমও বটে।
শত বছরের বিকাশের পর বর্তমানে পেইচিং বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিটিস অ্যাকাডেমিক কমিটি, সমাজবিজ্ঞান অ্যাডেমিক কমিটি, বিজ্ঞান অ্যাকাডেমিক কমিটি, তথ্য ও ইঞ্জিনিয়ারিং অ্যাকাডেমিক কমিটি আর চিকিত্সা বিদ্যা অ্যাকাডেমিক কমিটি এই পাঁচটি অ্যাকাডেমিক কমিটি, বিয়াল্লিশটি কলেজ ও বিভাগ, দু’শো ষোলোটি গবেষণাগার এবং আঠারোটি অধীনস্থ হাসপাতাল ও শিক্ষা হাসপাতাল আছে। পেইচিং বিশ্ববিদ্যালয়ের চীনাভাষা, পাশ্চাত্যের ভাষা, ইতিহাস, পর্দাথবিদ্যা, জীববিদ্যা ইত্যাদি বিভাগ সমগ্র চীনে বিখ্যাত।
বর্তমানে পেইচিং বিশ্ববিদ্যালয়ে পনেরো হাজারেরও বেশী সাধারণ ব্যাচেলার্স ডিগ্রি ও অন্যাস ডিগ্রি-প্রার্থী ছাত্রছাত্রী, বারো হাজার মাস্টারস ডিগ্রি ও ডক্টরেট ডিগ্রি-প্রার্থী ছাত্রছাত্রী এবং অনেক বিদেশী ছাত্রছাত্রীরয়েছেন। পেইচিং বিশ্ববিদ্যালয়ের গ্রম্হাগার হচ্ছে এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের গ্রন্হাগার। এতে বাষট্টি লক্ষ নব্বই হাজার কপিরও বেশী বই সংরক্ষিত আছে। পেইচিং বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো বেশি জানতে চাইলে আপনারা ওয়েবসাইটে অবতরণ করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা:http://www.pku.edu.cn/
|