চীনের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রুপরেখা

        গত কয়েক বছরে চীনের সরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা বিরাটমাত্রায় বাড়ারো হয়েছে। বর্তমানে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সংখ্যা ১৯৯৮ সালের তুলনায় কয়েকগুণ বেড়ে দু’কোটি হয়েছে। চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের ভর্তি-হার দশ শতাংশেরও কম থেকে বেড়ে সতেরো শতাংশ হয়েছে।

        বর্তমানে চীনে প্রায় তিন হাজারেরও বেশী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে এক হাজার তিনশো’রও বেশী হচ্ছে সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এক হাজার দু’শোরও বেশি হচ্ছে বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বাকীগুলো হচ্ছে প্রধানত: প্রাপ্তবয়স্কদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা অর্নাস ডিগ্রি। ব্যাচেলার্স ডিগ্রি, মাস্টারস ডিগ্রি ও ডক্টরেট ডিগ্রি এই কয়েকটি স্তরে বিভক্ত।

        বর্তমানে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পয়েন্ট ব্যবস্থা চালু আছে। সাধারণ অর্নাস ডিগ্রির শিক্ষা মেয়াদ তিন বছর। ব্যাচেলার্স ডিগ্রির শিক্ষা মেয়াদ চার বছর। মাস্টারস ডিগ্রি ও ডক্টরেট ডিগ্রির শিক্ষা মেয়াদ আরো দুই থেকে তিন বছর।

        চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রধানত: সরকারী। গবেষণার্ধমী ও সর্বশাখা বিশিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো সরকারী সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীভূত। সাম্প্রতিক বছরগুলোতে বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোরও খুবই দ্রুত বিকাশ হয়েছে। কোনো কোনো বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আকার খুবই বড়ও হয়েছে। কিন্তু শিক্ষার স্তর ও মানের দিক থেকে মর্যাদাসম্পন্ন সরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের এখানে নির্দিষ্ট ব্যবধান রয়েছে।