সাটিফিকেট পরীক্ষা

      চীনে ডিগ্রি শিক্ষার পরীক্ষাগুলো ছাড়াও বিভিন্ন সাটিফিকেট পাওয়ার জন্যেও অনেক পরীক্ষা রয়েছে। এই সব পরীক্ষা কর্মসংস্থানের “মূলধন” বাড়াতে পারে, কর্মসংস্থানের সামর্থ্য প্রমাণ করতে পারে এবং নিজের কর্মদক্ষতা প্রতিফলিত করতে পারে বলে প্রায়ই মনে করা হয়ে থাকে।  

      বর্তমানে চীনে যে সব সাটিফিকেট পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা অপেক্ষাকৃত বেশি সে সব পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত আছে বিদেশীভাষার মানের পরীক্ষা, কম্পিউটারের মানের পরীক্ষা, সংগীত ও নৃত্যের পরীক্ষা, আইন ও হিসাব ইত্যাদি পেশার মানের পরীক্ষা ইত্যাদি। তাছাড়া চীনের অর্থনৈতিক বিকাশের ক্রমাগত আন্তর্জাতিকায়নের সঙ্গে সঙ্গে কিছু আন্তর্জাতিক পেশার যোগ্যতা ও মানের পরীক্ষাও চীনে অবতরণ করতে শুরু করেছে।  

      সাটিফিকেট-ধারীদের বিভিন্ন মান প্রতিফলিত করার জন্য চীনের বেশির ভাগ পরীক্ষা কয়েকটি স্তরে বিভক্ত। তাই অনেক সাটিফিকেট পরীক্ষা একবারে শেষ হয় না। পরীক্ষার্থীদের অনবরত অধ্যয়ন করে মান বাড়িয়ে অব্যাহতভাবে উচ্চতর স্তরের পরীক্ষায় অংশ নিতে হয়।