চীনের ভর্তি পরীক্ষা বলতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষাবোঝায়। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা কর্মসূচীর আলোকে রাষ্ট্র কিংবা প্রদেশপর্যায়ের শিক্ষা বিভাগ একীভূতভাবে পরীক্ষার প্রশ্নগুলো নির্ধারণ করে। পরীক্ষা প্রতি বছরের ৭ই জুন শুরু হয় এবং দুই থেকে তিন দিন চলে।
বর্তমানে চীনের ভর্তি পরীক্ষার বিষয়বস্তুকে “তিন যোগ এক্স” বলে অভিহিত করা হয়। এখানের তিন বলতে চীনাভাষা, গণিত ও বিদেশীভাষা বোঝায়। এক্স সমগ্র দেশ ও বিভিন্ন প্রদেশের পরীক্ষায় বাছাইযোগ্য বিভিন্ন বিষয়ের প্রতিনিধিত্ব করে। কোনো কোনো জায়গায় তা লিবারেল আটর্সের সার্বিক পরীক্ষা বা বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের সার্বিক পরীক্ষার প্রতিনিধিত্ব করে অর্থাত্ লিবারেল আটর্সের পরীক্ষার্থীরা লিবারেলআটর্সের সার্বিক পরীক্ষায় অংশ নেয় আর বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়েরপ্রতিনিধিত্বই করে না, বরং নিজেদের বেছে নেয়া বিষয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দাবি অনুসারে পরীক্ষার্থীদের বাছাইযোগ্য পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইতিহাস ইত্যাদি একক বিষয়ে পরীক্ষারও প্রতিনিধিত্ব করে।
চীনে ভর্তি পরীক্ষা বরাবরই সমাজের দৃষ্টিকাড়া বিষয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের ভর্তি বাড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থী আর অভিভাবক-অভিভাবিকাদের চাপ কিছুটা কমেছে। কিন্তু তা সত্ত্বেও প্রতি বছরের ভর্তি পরীক্ষার সময়ে ভর্তি পরীক্ষা এখনো সমাজের দৃষ্টিকাকড়া বিষয়।
|