প্রবেশিকা পরীক্ষা 

        চীনে নিম্ন মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তির জন্য আয়োজিত পরীক্ষাকে “ মধ্যম পরীক্ষা” অর্থাত্ প্রবেশিকা পরীক্ষা বলা হয়। নিম্ন মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তির হার ষাট শতাংশেরও কম, এমন কি উচ্চ মাধ্যমিক স্কুল থেকে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হারের চেয়েও কম বলে “ প্রবেশিকা পরীক্ষা”কে “কঠিনতম” একটি পরীক্ষা বলে গন্য করা হয়।

  প্রবেশিকা পরীক্ষার প্রশ্নগুলো বিভিন্ন স্থানের শিক্ষা বিভাগ একীভূতভাবে নির্ধারন করে। পরীক্ষার প্রধান বিষয়গুলো হচ্ছে চীনাভাষা, বিদেশীভাষা,গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ইত্যাদি। পরীক্ষার সময় সাধারণত: প্রতি বছরের জুন মাসে।

  ছাত্রছাত্রীরা প্রবেশিকা পরীক্ষায় অপেক্ষাকৃত ভালো ফল পেলেই কেবল উচ্চ মাধ্যমিক স্কুল ভর্তি হতে পারে এবং তারপর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়ে অবশেষে অপেক্ষাকৃত ভালো চাকরির ভবিষ্যত পায়। ছাত্রছাত্রীরা প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল না পেলে উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হতে পারে না এবং অপেক্ষাকৃত নিম্ন শিক্ষাগত যোগ্যতা নিয়ে কর্মসংস্থানের অবস্থার সম্মুখীণ হয়। তাই অনেকে চীনা প্রবেশিকা পরীক্ষাকে ভাগ্য নির্ধারণের পরীক্ষা বলে অভিহিত করেন।