চীনের উচ্চ মাধ্যমিক শিক্ষাবলতে নিম্ন মাধ্যমিক স্কুলের পরিবর্তী উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষাকে বোঝায়। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে সাধারণ উচ্চ মাধ্যমিক স্কুল, পেশাগত উচ্চ মাধ্যমিক স্কুল, মাধ্যমিক বিশেষ স্কুল ইত্যাদি। চীনের উচ্চ মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক শিক্ষা নয়। ছাত্রছাত্রীদের বেতন দিতে হয়। বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা অনুসারে বেতনও বিভিন্ন। বর্তমানে প্রত্যেক বছরের বেতন সাধারণত: কয়েক হাজার ইউয়ান রেনমিনপি।
চীনের বেশীরভাগ উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার মেয়াদ তিন বছর। প্রধান পাঠ্যবিষয়ের মধ্যে অর্ন্তভুক্ত আছে চীনাভাষা, গণিত, বিদেশীভাষা, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, তথ্য ইত্যাদি। চীনের বেশীরভাগ উচ্চ মাধ্যমিক স্কুল সরকারী। কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা বাধ্যতামূলক শিক্ষা নয় বলে সাম্প্রতিক বছরগুলোতে কিছু বেসরকারী উচ্চ মাধ্যমিক স্কুলও আবির্ভূত হয়েছে।
চীনে নিম্ন মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুল প্রবেশ করতে প্রবেশিকা পরীক্ষায় উর্ত্তীণ হতে হয়। স্কুল ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ইচ্ছা ও পরীক্ষার ফলাফল অনুসারে বেছে নেয়। বিভিন্ন স্থানের শিক্ষা বিভাগ একীভূতভাবে প্রবেশিকা পরীক্ষার প্রশ্নগুলো নির্ধারন করে এবং ভর্তির পয়েন্ট লাইন নির্ধারন করে। সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে চীনে মোট ত্রিশ হাজারেরও বেশী উচ্চ মাধ্যমিক স্কুল আছে। এই সব স্কুল অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মোট সংখ্যা তিন কোটি। অর্থাত্ সমবয়সীদের মোট সংখ্যার চল্লিশ শতাংশেরও বেশী উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ছে। ব্যাপক ছাত্রছাত্রীদের শিক্ষাগ্রহণের আশা আকাংক্ষা পূরণের জন্য গত দু’বছরে চীনের শিক্ষা বিভাগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্প্রসারনের প্রচেষ্টা চালাচ্ছে।