নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষা 

       চীনের নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষাও বাধ্যতামূলক শিক্ষা। ছাত্রছাত্রীদের কোনো বেতন দিতে হয় না, কিন্তু কিছু পাঠ্যপুস্তকের খরচ ও আনুষংগিক খরচ হিসেবে প্রতি বছর প্রায় কয়েক শো ইউয়ান রেনমিনপি ফি দিতে হয়।  

       চীনের অধিকাংশ নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষার মেয়াদ তিন বছর। প্রধান পাঠ্যবিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে চীনা ভাষা, গণিত, বিদেশী ভাষা, পর্দাথবিদ্যা, রসায়ন, মতার্দশ ও চরিত্র, তথ্য ইত্যাদি। সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে চীনে মোট ষাট হাজারেরও বেশি নিম্ন মাধ্যমিক স্কুল আছে। এই সব স্কুলে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মোট সংখ্যা ছয় কোটি। সমবয়সী ছেলেমেয়েদের মধ্যে নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হওয়া ছেলেমেয়েদের অনুপাত হয়েছে নব্বই শতাংশেরও বেশী। চীনের অধিকাংশ নিম্ন মাধ্যমিক স্কুল সরকারী । 

       বাধ্যতামূলক শিক্ষার পর্যায়ে বলে প্রাইমারী স্কুল থেকে নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষার দরকার হয় না। শিক্ষা বিভাগ ছাত্রছাত্রীদের আগের প্রাইমারী স্কুলের অবস্থান ও তাদের আশা আকাংক্ষা অনুসারে নিম্ন মাধ্যমিক স্কুল নির্ধারণ করে। একই সময় গ্রামাঞ্চলে কেন্দ্রীভূত শিক্ষার ব্যবস্থা প্রবর্তন করে ছেলেমেয়েদের অপেক্ষাকৃত ভালো কেন্দ্রীয় স্কুলগুলোতে কেন্দ্রীভূত করে তাদের সেখানে আবাসিরা অধ্যয়নের ব্যবস্থা করা হয়। তাছাড়া বিভিন্ন স্থানের শিক্ষা সম্পদ মিলিতভাবে ভোগের লক্ষ্য হাসিলের জন্য চীন শিক্ষার তথ্যায়ন ত্বরান্বিত করে দূরপাল্লার শিক্ষা উন্নয়নের বিরাট প্রচেষ্টাও চালাচ্ছে।