চীনে প্রাইমারী স্কুলের শিক্ষা ছেলেমেয়েদের ছয় বছর বয়স থেকে শুরুহয় । চীনের বাধ্যতামূলক শিক্ষা আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারেরাষ্ট্র বয়সী ছেলেমেয়েদের বাধ্যতামূলক শিক্ষা দেয়। ছেলেমেয়েদের কোনো বেতন দিতে হয় না, কিন্তু কিছু পাঠ্যবইয়ের খরচ ও আনুষংগিক খরচ হিসেবে প্রতি বছর প্রায় কয়েক শো ইউয়ান রেনমিনপি দিতে হয়।
চীনের অধিকাংশ প্রাইমারী স্কুলের শিক্ষার মেয়াদ ছয় বছর। প্রধান পাঠ্যবিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে চীনাভাষা, গণিত, বিজ্ঞান, বিদেশীভাষা, চরিত্র, সংগীত, ক্রীড়া ইত্যাদি। সাম্পতিকতম পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে চীনে মোট চার লক্ষেরও বেশি প্রাইমারী স্কুল আছে। এই সব স্কুলে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মোট সংখ্যা বারো কোটি। সমবয়সী ছেলেমেয়েদের মধ্যে এদের অনুপাত আটানব্বই শতাংশেরও উপরে।
বাধ্যতামুলক শিক্ষার পযার্য়ে বলে চীনের অধিকাংশ প্রাইমারী স্কুল সরকারী ছাত্রছাত্রীরা যার যার বাড়ীর নিকটে স্কুলে ভর্তি হয়। চীনের শিক্ষা বিভাগ দুর্বল স্কুলগুলোর শিক্ষার শতাবলী উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা আরো সমতাভিত্তিক বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে পারে। একই সময় কিছু কিছু গ্রামাঞ্চলে ইতস্তত: বিক্ষিপ্তভাবে বসবাসকারী ছেলেমেয়েদের অপেক্ষাকৃত ভালো শতাবলীর কেন্দ্রীভূত করে তাদের সেখানে থেকে অধ্যয়নের সুযোগ দেয়া হচ্ছে।