চীনের শিশু শিক্ষা বলতে স্কুলে ভর্তির বয়স হয় নি এমন শূন্য থেকে ছয় বছর বয়সের শিশুদের শিক্ষাকে বোঝায়।
চীনে শিশু শিক্ষা প্রধানত: কিন্ডারগার্ডেন বা প্রাত: শিক্ষা কোর্সের মাধ্যমে চালানো হয়। চীনের শিক্ষা মন্ত্রণালয় বিশেষভাবে বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের বেড়ে উঠার সামর্থ্য ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য অনুসারে শিশু শিক্ষা কর্মসূচী প্রনয়ন করেছে। বিভিন্ন শিশু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মসূচী অনুসারে শিশুদের প্রধানত: অনুভূতি, ভাষা, সংখ্যা, জীবনের অভ্যাস ইত্যাদি ক্ষেত্রের শিক্ষা ও প্রশিক্ষন দেয়।
চীনে সাধারণত: তীন থেকে ছয় বছর বয়সের ছেলেমেয়েরা কিন্ডারগাডের্নে ভর্তি হতে পারে। কোনো কোনো কিন্ডারগাডের্নে আরো কম বয়সের ছেলেমেয়েরাও ভর্তি হয়। বর্তমানে চীনে প্রায় দেড় লক্ষ কিন্ডারগার্ডেন আছে। শুধু ত্রিশ শতাংশের বেশি বয়সী ছেলেমেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে। অন্যান্যদের বেশির ভাগই বয়স, আর্থিক অবস্থা ইত্যাদির কারণে অভিভাবক অভিভাবিকাদের রক্ষণাবেক্ষণাধীনে রয়েছে।
চীনের কিন্ডারগার্ডেন দুই ধরণের: সরকারী ও বেসরকারী। সরকারী কিন্ডারগার্ডেনের অধিকাংশই দীর্ঘদিনের। এগুলোর রয়েছে শিক্ষার অভিজ্ঞতা ও পরিপক্ক কাঠামো। খরচও কম। বেসরকারী কিন্ডারগার্ডেনে খরচ বেশি। এগুলোর রয়েছে নিজম্ব বৈশিষ্ট্য এবং এগুলো বাজারের চাহিদা অনুসারে সময়মত শিক্ষার বিষয়বস্তু ও পদ্ধতি ইত্যাদির পুনর্বিন্যাস করে থাকে। বাজার অর্থনীতির বিকাশের সঙ্গে সঙ্গে বেসরকারী কিন্ডারগার্ডেনের সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে এর সংখ্যা প্রায় ত্রিশ শতাংশ।