বিশ্বের ব্যাপকতম শিক্ষা

      চীন হচ্ছে একটি জনবহুল বৃহত্ রাষ্ট্র। শির্ক্ষাথীদের সঙ্গে খুবই বেশী। চীন বিশ্বের ব্যাপকতম শিক্ষা গড়ে তুলছে। বর্তমানে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের মোট সংখ্যা বিশ কোটিরও বেশী।

     চীনের শিক্ষা শিশু শিক্ষা, প্রাইমারী স্কুলের শিক্ষা, মাধ্যমিক স্কুলের শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এই কয়েকটি পর্যায়ে বিভক্ত। সরকার প্রাইমারী স্কুল থেকে নিম্ন মাধ্যতামূলক শিক্ষা পর্যায়ে ছাত্রছাত্রীদের বেতন দিতে হয় না । প্রতি বছর শুধু কয়েক শো ইউয়ান রেনমিনপির পাঠ্যবইয়ের ফি ও আনুষংগিক ফি দিতে হয়।

      চীন সরকার বাধ্যতামূলক শিক্ষার উপর খুবই গুরুত্ব দেয়। প্রচেষ্টার মাধ্যমে চীনের বাধ্যতামূলক শিক্ষার সার্বজনিনতার হার দশ বারো বছর আগেকার আশি শতাংশেরও কম থেকে বেড়ে এখন নব্বই শতাংশেরও বেশি হয়েছে। আগামী কয়েক বছরে শিক্ষাক্ষেত্রে চীন সরকার গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা ও উচ্চ শিক্ষার উন্নয়নকে প্রাধান্য দেবে। চীন সরকার আশা করে, সমস্ত ছেলেমেয়েই স্কুলে ভর্তি হবে এবং চীনে যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।

      প্রধানত: সরকারের পরিচালিত সরকারী শিক্ষা নিয়েই চীনের শিক্ষা গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেসরকারী শিক্ষার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু মোটের উপর বলতে গেলে শিক্ষার ব্যাপকতা আর শিক্ষার মানএখনো সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সমকক্ষ হতে পারে নি।