 |
 |
 |
 |
 |
চীনের আধুনিককালের স্থাপত্যকর্মের রূপরেখা
|
 |
চীনের আধুনিককালের স্থাপত্যকর্ম বলতে ব্যাপক অর্থে উনবিংশ শতাব্দীর মাঝামাঝী সময়ের পর চীনে নির্মিত স্থাপত্যকর্মগুলোকে বোঝায়।
১৮৪০ সালে আফিম যুদ্ধ ঘটা থেকে ১৯৪৯ সালে নয়াচীন প্রতিষ্ঠা পর্যন্ত সময়ে চীনের স্থাপত্যকর্মগুলোতে চীনা স্থাপত্যরীতি ও পাশ্চাত্যের স্থাপত্যরীতির সমন্বয়সাধন এবং বৈচিত্র্যপূর্ণ স্থাপত্যরীতির বৈশিষ্ট্য দেখা দেয়। এই সময়পর্বেও ঐতিহ্যিক চীনের পুরোনো স্থাপত্যকর্ম ব্যবস্থা সংখ্যায় বেশি। কিন্তু থিয়েটার, রেস্তোঁরা, অতিথিশালা, বিভাগীয় বিপণী ইত্যাদি বাণিজ্যিক স্থাপত্যকর্ম ব্যাপকভাবে ঐতিহ্যিক স্থাপত্যরীতি ছাড়িয়েছে এবং মানুষের তত্পরতার অবকাশ বাড়িয়েছে। সাংহাই, থিয়েনচিন ইত্যাদি ইজারা দেওয়া শহরে বিদেশী কন্সুলেট, বিদেশী ব্যাঙ্ক, ব্যাঙ্ক, হোটেল, ক্লাব ইত্যাদি বহিরাগত স্থাপত্যকর্মও দেখা দেয়।
১৯৪৯ সালে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর চীনের স্থাপত্যকর্ম নতুন ঐতিহাসিক সময়পর্বে প্রবেশ করে। এই সময়পর্বে চীনের আধুনিক স্থাপত্যকর্মের সংখ্যা, বিশালতা, ধরণ, আঞ্চলিক বিন্যাস ও আধুনিকায়নের মান সাম্প্রতিক যুগের গণ্ডীর ছাড়িয়েছে এবং অভিনব ভঙ্গী দেখিয়েছে। গত শতাব্দীর আশির দশকের পর চীনের স্থাপত্যকর্ম ক্রমান্বয়ে উন্মুক্ত ও সর্বগুণগ্রাহী হয়। চীনের আধুনিক স্থাপত্যকর্ম বহুমুখিনতার দিকে বিকশিত হতে শুরু করে।
|
|
 |
|
|
 |
|
 |
 |
 |
 |
|
|
|
|