ছিন রাজবংশ আমলের স্থাপত্যকর্ম


       ১৬১৬ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত স্থায়ী ছিন রাজবংম হলো চীনের শেষ সামন্ততান্ত্রিক রাজবংশ। এই সময়পর্বে নির্মিত বেশির ভাগ স্থাপত্যকর্মের স্থাপত্যরীতি মিন রাজবংশ আমলের ঐতিহ্যকে অনুসরণ করেছে এবং স্থাপত্যকর্মের সৌন্দর্যের উপর আরো বেশি নজর দিয়েছে।

       ছিন রাজবংমের রাজধানী পেইচিং শহর মোটামুটিভাবে মিন রাজবংশ আমলের অবস্থা বজায় রেখেছে। শহরের ভেতরে মোট বিশটি সুবিরাট ও মহত্ গেট ছিলো। শহরের অভ্যন্তরভাগের জেন ইয়াং গেট সবচেয়ে মহত্।

       উত্তরাধিকারসূত্রে মিন রাজবংশের রাজপ্রাসাদ পেয়ে ছিন রাজবংমের সম্রাটরা অতি মনোরম ইউয়ান মিন ইউয়ান ও গ্রীষ্মপ্রাসাদ সহ ব্যাপকাকারের রাজ উদ্যান নির্মান করিয়েছেন।

       এই সময়পর্বে চীনের স্থাপত্যকর্মে কাঁচ ব্যবহার শুরু হয়েছে। তা ছাড়া বিভিন্ন ধরণের বহু গণবসতিও নির্মিত হয়েছে।

       এই সময়পর্বে স্বতন্ত্র স্থাপত্যরীতির তিব্বতীয় বৌদ্ধধর্মের অনেক স্থাপত্যকর্মও নির্মিত হয়েছে। এই সব বৌদ্ধ মন্দিরের আকার বিভিন্ন ধরণের। ফলে আগেকার মন্দির নির্মানের একক স্থাপত্যরীতি ভাঙ্গ হয়েছে এবং বৈচিত্র্যপূর্ণ স্থাপত্যরীতি সৃষ্টি হয়েছে। পেইচিংয়ের ইউন হো প্রাসাদ এবং ছেন তে শহরে নির্মিত তিব্বতীয় বৌদ্ধমন্দিরগুলোই এইসব স্থাপত্যরীতির প্রতিনিধিত্বমূলক স্থাপত্যকর্ম।

       ছিন রাজবংশের শেষ পর্যায়ে চীনে পাশ্চাত্যের স্থাপত্যরীতির সঙ্গে চীনের স্থাপত্যরীতির সমন্বয়ে নির্মিত কিছু স্থাপত্যকর্মও দেখা দিয়েছে।

(ছবি: পেইচিং ইউংহে প্রসাদ )