ইউয়ান রাজবংশ আমলের স্থাপত্যকর্ম


       ১২০৬ সাল থেকে ১৩৬৮ সাল পর্যন্ত স্থায়ী ইউয়ান রাজবংশ আমলের চীন ছিলো মঙ্গোলীয় শাসকদের প্রতিষ্ঠিত একটি বিশাল সামরিক সাম্রাজ্য। কিন্তু এই সময়পর্বে চীনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ মন্থর ছিলো এবং স্থাপত্যকর্মের বিকাশও মোটামুটিভাবে নীচু মানে ছিলো। অধিকাংশ স্থাপত্যকর্ম ছিলো সাদামাঠা ও স্থুল।  

       ইউয়ান রাজবংশের রাজধানী তা দু (বর্তমান পেইচিংয়ের উত্তরাংশ) বিশাল ছিলো। মিন ও ছিন রাজবংশের রাজমহল পেইচিংয়ের বিশালতা এই সময়পর্বেই প্রতিষ্ঠিত। এ পর্যন্ত সংরক্ষিত ইউয়ান রাজবংশের থাই ইয়ে হ্রদের ওয়ান সুই পাহাড় (বর্তমান পেইচিংয়ের পেইহাই পার্কের ছুন তাও দ্বীপ) ইউয়ান রাজবংশ আমলেরও দর্শনীয় স্থান ছিলো।  

       ইউয়ান রাজবংশের শাসকরা ধর্মে, বিশেষ করে তিব্বতীয় বৌদ্ধধর্মে বিশ্বাসী ছিলেন বলে এই সময়পর্বে বহু ধর্মীয় স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে। পেইচিংয়ের মিয়াও ইং মন্দিরের সাদা প্যাগোডাই হলো নেপালের রাজমিস্ত্রীদের ডিজাইনকৃত ও নির্মিত লামা প্যাগোডা।

(ছবি: পাই থা মন্দির)