থান রাজবংশ আমলের স্থাপত্যকর্ম


       ৬১৮ খৃষ্টাব্দ থেকে ৯০৭ খৃষ্টাব্দ পর্যন্ত স্থায়ী থান রাজবংশের আমল হলো চীনের সামন্ততান্ত্রিক সমাজের অর্থনীতি ও সংস্কৃতির দ্রুত বিকাশের সময়পর্ব। এই সময়পর্বের স্থাপত্যকর্মগুলো মহত্ ও বাহুল্যবর্জিত।

       চীনের স্থাপত্যকর্মপুঞ্জ নির্মানের সামগ্রিক মান থান রাজবংশের আমলে দিনদিন পরিপক্ক হয়। থান রাজবংশের রাজধানী ছাংআন (বর্তমানের সিআন) ও পূর্বদিকের রাজধানী লোইয়ানে বিরাটাকারের রাজপ্রাসাদ, রাজউদ্যান ও রাজকার্য্যালয় নির্মিত হয়েছে এবং এগুলোর বিন্যাস আরো যুক্তিসংগত ও নিয়মমাফিক হয়েছে। ছাংআন ছিলো তখনকার বিশ্বের সবচেয়ে মহত্ নগর। ছাংআন শহরের রাজপ্রাসাদের তা মিন প্রাসাদ খুবই মহত্ ছিলো। তার ধ্বংসাবশেষের আয়তন ছিন ও মিন রাজবংশের রাজপ্রাসাদ নিষিদ্ধ নগরীর মোট আয়তনের তিনগুণেরও বেশি।

       থান রাজবংশের আমলের কাঠের তৈরি স্থাপত্যকর্মগুলোতে কারুকার্য্যের সঙ্গে স্থাপত্যরীতির সমন্বয় সাধিত হয়েছে। ব্র্যাকেট, থাম, কড়িকাঠ ইত্যাদি বিভিন্ন অংশে শক্তি ও সৌন্দর্য্যের নিখুঁত সংযোগ সাধিত হয়েছে। সানসি প্রদেশের উ থাই পাহাড়ের ফুও কুয়াং মন্দির হলো থান রাজবংশ আমলের আদর্শ স্থাপত্যকর্ম। এতে উপরুল্লিখিত বৈশিষ্ট প্রতিফলিত হয়েছে।

       তাছাড়া থান রাজবংশের আমলে ইট ও পাথরের তৈরি স্থাপত্যকর্মেরও আরো উন্নতি হয়েছে। বেশির ভাগ বৌদ্ধ প্যাগোডা ইট ও পাথরের তৈরি। সিআন শহরের তা ইয়েন প্যাগোডা ও সিয়াও ইয়েন প্যাগোডা আর তালিয়েনের ছিয়েন সুন প্যাগোডা সহ চীনে এপর্যন্ত সংরক্ষিত যাবতীয় থান রাজবংশের আমলের প্যাগোডাই ইট ও পাথরের তৈরি।

ছবি: শা’সি প্রদেশের সিআন তাইয়ানথা