চীন একটি ধর্মবহুল দেশ। চীনের
ধর্মাবলম্বীরা প্রধানতঃ বোদ্ধধর্ম,
তাওধর্ম, ইসলামধর্ম, ক্যাথলিকধর্ম
আর খ্রীষ্টানধর্ম বিশ্বাস করেন।
এক সমাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে,
চীনে নানান ধর্মাবলম্বীদের সংখ্যা
১০ কোটিরও বেশী। এইসব ধর্মাবলম্বীর
উপাসনার জন্য ৮৫ হাজার উপাসেনালয়
রয়েছে। চীনে ৩ হাজারেও বেশী ধর্মীয়
সংগঠন আর ৭৪টি ধর্মীয় ইন্সটিটিউট
আছে। ধর্মীয় বৃত্তিধারী লোকের
সংখ্যা ত লক্ষে দাঁড়িয়েছে।
চীনে চীনের বৌদ্ধতি, থাওধর্ম
সমিতি, ইসলামধর্ম সমিতি, ক্যাথলিক
বিশপ গোষ্ঠী, খ্রীষ্টানধর্মের
‘সেন্চি’ দেশপ্রেমিক আন্দোলন
কমিটি আর খ্রীষ্টানধর্ম সমিতি
ইত্যাদি ধর্ম গোষ্ঠী আছে।বিভিন্ন
ধর্ম গোষ্ঠী যার যার সনদ অনুসারে
নেতৃবৃন্দ ও নেতৃস্থানীয় প্রতিষ্ঠান
নির্বাচন করে। স্বতন্ত্রভাবে
ধর্ম প্রচার কাজ চালায় এবং চাহিদা
অনুসারে ধর্ম প্রচারক প্রশিক্ষণ
ইন্সটিটিউট গড়ে তোলে। ধর্মীয়
গ্রন্হ ও পত্রিকা প্রকাশ করে
এবং গণ পরিসেবা ব্রত চালায়।