চীন সরকার সংখ্যালঘু জাতির ক্যাডার
তৈরির ওপর খুব গুরুত্ব দেয় ।
সংখ্যালঘু জাতির ক্যাডারদের সংখ্যা
বিপুলমাত্রায় বেড়ে গেছে । সংখ্যালঘু
জাতির বিপুল সংখ্যক ক্যাডার জেলা
পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয়
পদে অধিষ্ঠিত হয়েছেন । বর্তমানে
চীনের ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চলের
চেয়ারম্যান , ৩০টি স্বায়ত্তশাসিত
বিভাগের প্রধান আর ১১৯টি স্বায়ত্তশাসিত
জেলার প্রশাসক সবাই সংখ্যালঘু
জাতির ক্যাডার ।
বিভিন্ন জাতির জনগণ ব্যাপকভাবে
দেশের রাজনৈতিক আর সামাজিক পরিচালনার
ব্যাপারে অংশ নেন । চীনের জাতীয়
গণ কংগ্রেস আর রাজনৈতিক পরামর্শ
সম্মেলনে সংখ্যালঘু জাতিগুলোর
যার যার প্রতিনিধি ও সদস্য আছেন
, তাদের অনুপাত ১০ শতাংশেরও বেশি
।