চীনে ভ্রমণকালে মুদ্রা ব্যবহারের তথ্য

      চীনের মুদ্রা 

চীনের মুদ্রার নাম হলো রেনমিনপি।চীনের গণ ব্যাংক এই মুদ্রা প্রকাশ করে।রেমিনপির ইউনিট হলো, ইয়ান, তার পর চিআও আর ফেন ।১০ চিআও হলো এক ইয়ান, ১০ ফেন হলো এক চিআও।ইয়ানের ইউনিটে আছে, এক , দুই, পাচ, দশ, পঞ্চাশ এবং একশো।চিআওয়ের ইউনিটে আছে এক , দুই আর পাচ।ফেনের ইউনিটে আছে এক , দুই আর পাচ।রেনমিনপির সংক্ষিপ্ত চিহৃ হলো RMB

বিদেশী মুদ্রার বিনিময়

       চীনে এখন যে সব বিদেশী মুদ্রা বিনিময় করা যায় সে সব বিদেশী মুদ্রা হলো: মার্কিন ডলার, পাউন্ড, ইউরো, জাপানীস ইউয়ান, অষ্ট্রেলিয়ান ডলার, ক্যানাডিয়ান ডলার, হংকং ডলার , সুইজল্যান্ড ফ্রানক, ডানিস ক্রোন, নওয়েগিয়ান ক্রোন, সুইডিস ক্রোন, শিংগাপুর ডলার, মালয়েশিয়ার রিগ্গিট, ম্যাকাও ডলার প্রভৃতি।চীনের ব্যাংকগুলোতে এ সব মুদ্রার বিনিময় করা হয়।

    চীনের বর্তমান প্রচলিত বিদেশী মুদ্রা ব্যবস্থাপনার আইন বিধি অনুযায়ী, চীন গণ প্রজাতন্ত্রে বিদেশী মুদ্রার প্রচলন নিষিদ্ধ এবং বিদেশী মুদ্রা দিয়ে হিসাব করা যায় না। এ ক্ষেত্রে চীনে ভ্রমণ করতে আসা বিদেশী আর হংকং ও ম্যাকাও স্বদেশীয়রা যাতে সুবিধা পায় সেই জন্য চীনা ব্যাংক এবং বিদেশী মূদ্রা বিনিময় করার ব্যাস্থা আছে এমন ব্যাংকগুলোতে বিদেশী মূদ্রার পর্যটন চেক নেয়া হয় এবং বিদেশের ক্রেডিট কার্ডে রেনমিনপির বিনিময় করা যায়। তা ছাড়া, পর্যটকদের আরো সুবিধা যুগিয়ে দেওয়ার জন্য, ব্যাংক ছাড়া হোটেল আর দোকানগুলোতে বিদেশী মূদ্রা রেনমিনপির বিনিময় করা হয়।চীনে ভ্রমণ শেষে যে সব রেনমিনপি বাকী থাকে , সে সব রেনমিনপি চীন থেকে ত্যাগ করার আগে ছয় মাসের মধ্যে বলবত বিদেশী মুদ্রা বিনিময়ের চেক দিয়ে বিদেশী মুদ্রা বিনিময় করা যায়।ভিন্ন অবস্থায় বিনিময়ের হার ভিন্ন।পর্যটন চেক , ক্রেডিট কার্ড এবং মনিঅর্ডার বিনিময় করা হলে ক্রেয় মূল্য, বিদেশী মূদ্রা দিয়ে রেনমিনপি বিনিময় করা হলে বাট মূল্য, নগদ টাকা দিয়েও বিনিময় করা হলেও একই মূল্য।রেনমিনপি দিয়ে বিদেশী মূদ্রা বিনিময় করা হলে নগদ ক্রয় মূল্য।

যেসব বিদেশী ক্রেডিট কার্ড বর্তমানে চীনে ব্যবহারা যায়

       বর্তমানে চীনে যেসব বিদেশী ক্রেডিট কার্ড তৈরী করা হয় সে সব ক্রেডিট কার্ড হলো, মাস্টার কার্ড( Master Card), ভিসার কার্ড(Vise Card) , আমেরিকান ইকসপ্রেস কার্ড(American Express Card), জে সি বি কার্ড(JC B) এবং ডাইনার্স কার্ড(D iners Card)।