স্বাস্থ্য পরীক্ষার তথ্য

      চীন গণ প্রজাতন্ত্রের স্বাস্থ্য ওয়ারেনটাইন ব্যুরো হচ্ছে চীন গণ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় পরিষদের অধীস্থ একটি বিদেশী বিষয়ক স্বাস্থ্য ওয়ারেনটাইন সংক্রান্ত আইন কার্যকরীকরণ সংস্থা।তার অধীনে বিভিন্ন জায়গার সীমান্ত স্বাস্থ্য ওয়ারেনটাইন সংস্থাগুলো বহির্দিকে উন্মুক্ত সীমান্তের স্থল বন্দরে আইন অনুসারে স্বাস্থ্য ওয়ারেটিন কাজ কার্যকরী করে। স্বাস্থ্য ওয়ারেনটাইন সংস্থার স্বাক্ষরিত বিশেষ মালপত্রের বিবেচিত বিল পেয়ে শুল্ক বিভাগ পর্যটকদের ছেড়ে দেয়। 

 বিদেশে যাওয়া এবং বিদেশ থেকে আসা পর্যটক আর অন্যান্য ব্যাক্তিরা যখন যে সব সম্ভাব্য সংক্রামক রোগ প্রচারকারী মালপত্র সংগে নিতে বা পাঠাতে চান , তখন স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হত।স্বাস্থ্য ওয়ারেনটাইন সংস্থাগুলো মহামারী দুর্গত এলাকা থেকে আসা সংক্রামক রোগে দূষিত বিভিন্ন ধরনের খাদ্য, পানীয়, জলজ দ্রব্য প্রভৃতি জিনিসের উপর স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয় অথবা সেগুলোকে ধ্বংস করে।তারপর স্বাস্থ্য মোকাবিলার প্রমাণ-পত্র সাক্ষরিত হয়। স্বাস্থ্য ওয়ারেনটাইন সংস্থাগুলোর স্বাক্ষরিত স্বাস্থ্য মোবাবিলারর প্রমাণ-পত্র পেয়ে শুল্ক বিভাগ জিনিস-পত্রগুলো ছেড়ে দেয়। 

যারা হলুদ জ্বর কবলিত অঞ্চল থেকে আসেন তাদের স্বাস্থ্য ওয়ারেনটাইন সংস্থাকে বলবত হলুদ জ্বর নিরসন টাকার প্রমাণ-পত্র দেখাতে হবে।যাদের হাতে হলুদ জ্বর নিরসন টিকার প্রমাণ-পত্র বলবত নয় স্বাস্থ্য ওয়ারেনটাইন সংস্থা তাদের উপর ছয় দিনের পযর্বেক্ষণ জারী করবে অথবা তাদেরকে টিকা দেবে।তাদের প্রমাণ-পত্র না হওয়া পযর্ন্ত পযর্বেক্ষণ করার জন্য তাদেরকে আটনা রাখা হবে। 

বিদেশ থেকে আসা এবং দেশ থেকে বিদেশে যাওয়া যানবাহণ, ব্যক্তি, খাদ্য, ভেজ্য পানি আর অন্যান্য সামগ্রী এবং রোগবাহী পোকা, প্রাণী সবই সংক্রামক রোগের পযর্বেক্ষণের আওতায় পড়ে। 

স্বাস্থ্য ওয়ারেনটাইন সংস্থাগুলো এইডজ রোগ, যৌন রোগ, কুষ্ঠরোগ, মন প্রতিবন্ধকতা, উন্মুক্ত যক্ষারোগে সংক্রান্ত বিদেশীদের চীনে প্রবেশ করা নিষিদ্ধ।